টুর্নামেন্টের স্পটলাইটে থাকবেন বাংলাদেশী সহ এই ৭ ফুটবলার
টুর্নামেন্টের স্পটলাইট থাকবে বেশ কিছু খেলোয়াড়ের উপর। যারা নিজের দিনে চুরমার করে দিতে পারে প্রতিপক্ষকে। চলুন দেখে নেয়া যাক কারা আলো ছড়াবেন এবারের টুর্নামেন্টে।
জামাল ভুঁইয়া (চট্টগ্রাম আবাহনী)বাংলাদেশ অধিনায়ক। ক্লাব কাপে খেলবেন আয়োজক দলের হয়ে। সাইফ স্পোর্টিংয়ের এই খেলোয়াড়কে ধারে এনেছে চট্টগ্রাম আবাহনী। সর্বশেষ ভারতের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করা জামাল কেড়ে নিতে পারেন এই টুর্নামেন্টের সব আলো। চট্টগ্রাম আবাহনীর মধ্যমাঠ এবং অধিনায়কের আর্মব্যান্ড- এই দুটোই এখন জামালের হাতে।
দানিয়েল কোলিনদ্রেস (বসুন্ধরা কিংস)রাশিয়া বিশ্বকাপে খেলে এসে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন গত মৌসুমে। আর প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স। নবাগত বসুন্ধরাকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিতে কোলিনদ্রেসের অবদান ১১টি গোল। এর আগে স্বাধীনতা কাপেও জ্বলে উঠে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন কোস্টারিকার এই স্ট্রাইকার। নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও তিনি দারুণ দক্ষ।
প্রিন্স ট্যাগো (চট্টগ্রাম আবাহনী)কোলিনদ্রেসেরও আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়েছে প্রিন্স ট্যাগোর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ঘানার জার্সিতে খেলেছিলেন তিনি। আফ্রিকান দেশটির হয়ে ৩৬ ম্যাচে এই স্ট্রাইকারের গোল সংখ্যা ৭টি। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন লিগে অংশ নেওয়া ট্যাগো এবারই প্রথম খেলছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। তাকে পেয়ে টুর্নামেন্টের আয়োজক দলের আক্রমণভাগ এখন দারুণ শক্তিশালী।
লি টাক (তেরেঙ্গানু এফসি)ঢাকার ফুটবলে বিদেশিদের অবদান নতুন কিছু নয়। তবু তার মাঝে আলাদা মহিমায় উজ্জ্বল ইংলিশ মিডফিল্ডার লি টাক। ২০১৫-২০১৬ মৌসুমে ঢাকা আবাহনীর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার ছিল বিশাল ভূমিকা। মাঝমাঠে খেললেও গোল করেছিলেন ১০টি। শুধু তাই নয়, সানডে চিজোবার ১৯ গোলের অধিকাংশই ছিল তার অ্যাসিস্টে। আকাশি-হলুদ সমর্থকদের হৃদয় জয়ের পর চলে যান মালয়েশিয়ায়। দেশটির ক্লাব তেরেঙ্গানুর অন্যতম ভরসা তিনি।
পেদ্রো মানজি (চেন্নাই এফসি)গত মৌসুমে ভারতের পেশাদার লিগে (আই-লিগ) চেন্নাই সিটি এফসি শিরোপা জিতেছে পেদ্রো মানজির দুর্দান্ত নৈপুণ্যে। মাত্র ২১ ম্যাচে ২৫ গোল করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার, যেখানে হ্যাটট্রিকের সংখ্যা চারটি! শেখ কামাল ক্লাব কাপে মানজির দিকে তাই আলাদা নজর রাখতেই হবে।
দানিল সাইরাস (মোহনবাগান)ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগানের ডিফেন্সের বিশাল ভরসা তিনি। ত্রিনিদাদের জার্সিতে ৭৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ সাইরাস। দীর্ঘদেহী (৬ ফুট ৩ ইঞ্চি) এই ডিফেন্ডার এ মৌসুমেই যোগ দিয়েছেন মোহনবাগানে।
ইয়াসিন খান (বসুন্ধরা কিংস)গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ইয়াসিন খান এই টুর্নামেন্টে খেলবেন বসুন্ধরা কিংসের জার্সিতে। সেন্ট্রাল ডিফেন্সে দৃঢ়তার সঙ্গে খেলে অনেকদিন পর ফিরেছেন জাতীয় দলে। প্রত্যাবর্তনটা এক কথায় দুর্দান্ত। এ মাসের শুরুতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্স সামলানোর পাশাপাশি জোড়া গোল করে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। এরপর ভারতের বিপক্ষে শুরুতে মাথায় আঘাত পেলেও ব্যান্ডেজ বেঁধে পুরো ম্যাচ খেলেছেন বীরত্বের সঙ্গে। সুনীল ছেত্রীর মতো সফল স্ট্রাইকারও সেদিন জাল খুঁজে পাননি ইয়াসিনের দৃঢ়তায়।
- দেশে একলাফে কমলো স্বর্ণের দাম, জেনেনিন নতুন দাম
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের বাজার
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- আপনার যেসব বদঅভ্যাসের কারণেই কমে যাচ্ছে শারীরিক মিলনের চাহিদা
- পাকিস্তানে শক্তিশালী বো.মা বি.স্ফো.র.ণে নিহত.....
- এবার যে ভবিষ্যদ্বাণী স্বর্ণের দাম নিয়ে
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- হাসানত আব্দুল্লাহর চমকপ্রদ ঘোষণা: জানালেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম
- স্বর্ণের দাম কমলো, রেকর্ড উচ্চতা থেকে হঠাৎ পতন
- রোমান্সের দৃশ্য ভরপুর, মুহুর্তেই ভাইরাল ভিডিও
- চার ছক্কার ঝড় তুলে শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ,জেনেনিন ফলাফল
- রাতের মধ্যে যেসব জেলায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
- আরও কমলো ব্রয়লার ও সোনালি মুরগির দাম
- অবৈধ প্রবাসীদের জন্য দারুন সুখবর : খুলে গেলো ভাগ্য