| ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

উঠতে না দেওয়ায় চলন্ত বিমানের সামনে দাঁড়ালেন গায়ক

বিশ্ব ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ আগস্ট ০৭ ২৩:৫৫:৫৫
উঠতে না দেওয়ায় চলন্ত বিমানের সামনে দাঁড়ালেন গায়ক

নিজস্ব প্রতিবেদক: নাইজেরিয়ার জনপ্রিয় ফুজি সংগীতশিল্পী কিং ওয়াসিউ আয়িন্দে মার্শাল, যিনি কোয়াম ওয়ান নামেও পরিচিত, সম্প্রতি এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরে তিনি লাগোসগামী ভ্যালুজেটের একটি ফ্লাইটে উঠতে না পেরে রীতিমতো রানওয়ের মাঝখানে দাঁড়িয়ে উড্ডয়ন ঠেকানোর চেষ্টা করেন।

সূত্র জানায়, বোর্ডিং চলাকালে কোয়াম ওয়ান তার সঙ্গে থাকা একটি ফ্লাস্ক বিমানে নিয়ে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। ফ্লাস্কে থাকা তরল পদার্থটি পরে মদ হিসেবে শনাক্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই মদ নিরাপত্তাকর্মীর গায়ে ছুড়ে মারেন। এখানেই থেমে থাকেননি এই বিতর্কিত শিল্পী। ফ্লাইট যখন রানওয়েতে চলতে শুরু করে, তখন তিনি আচমকা বিমানের সামনে চলে গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং একটি পাখার ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে নিচু হয়ে যান।

ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয় এবং বিমান নিরাপত্তার প্রশ্নে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী ফেস্টাস কেয়ামো পরে নিশ্চিত করেন, কোয়াম ওয়ানকে দেশের নো-ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী জানান, এই ঘটনাটি দুই পক্ষেরই নিয়ন্ত্রণ হারানোর ফল এবং এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে বিমানের ক্যাপ্টেন ও পাইলটের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, কোয়াম ওয়ান দক্ষিণ নাইজেরিয়ায় অত্যন্ত জনপ্রিয় একজন ফুজি গায়ক। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবেও পরিচিত। ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) দলের বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন তিনি। এমনকি ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট টিনুবুর অভিষেক অনুষ্ঠানে গান গেয়েও তিনি শিরোনামে আসেন।

এই ঘটনায় তার প্রতি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সমালোচনার ঝড় তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন— একজন তারকা যদি এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তবে সাধারণ মানুষের কাছে কী বার্তা যায়?

ক্রিকেট

আন্দ্রে রাসেলের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করুণ ধাক্কা

আন্দ্রে রাসেলের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করুণ ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী ম্যাচে জয় দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন দেখেছিলেন আন্দ্রে রাসেল। জন্মস্থান কিংস্টনের ...

টাইগার কোচদেরবেতন শুনলে চমকে যাবেন

টাইগার কোচদেরবেতন শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের পেছনে কোচিং স্টাফদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৫: এক নজরে দেখেনিন ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকা

ব্যালন ডি’অর ২০২৫: এক নজরে দেখেনিন ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকা

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অর ২০২৫–এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ...

এএফসি বাছাই: তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল, জানুন সময়সূচি

এএফসি বাছাই: তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল, জানুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ...

Scroll to top

রে
Close button