
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্যকর এক ঘটনায় প্রবাসী যাত্রীর সোনার বার চুরির দায়ে চাকরি হারালেন কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রকাশিত এক আদেশে জানানো হয়, তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
কী ঘটেছিল ২৩ ফেব্রুয়ারির সকালে?২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দুবাইফেরত প্রবাসী যাত্রী মহিবুর রহমান সোনার একটি বার নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দর ছাড়ার পর তিনি বুঝতে পারেন, প্যান্টের ভেতরে রাখা তার সোনার বারটি হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গেই তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অভিযোগ দায়ের করেন।
তদন্ত শুরু হলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ভয়াবহ দৃশ্য— গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে যাত্রীর বারটি মাটিতে পড়ে গেলে পিংকু রায় তা পায়ে লাথি মেরে একপাশে সরিয়ে পকেটে তুলে নেন!
তদন্তে কী প্রমাণ মিলেছে?ঘটনার পর এনবিআরের পক্ষ থেকে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পিংকু রায়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদনও করেন।
পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা বিস্তারিত তদন্ত শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করেন। ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে পিংকু রায়কে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কী দায়িত্বে ছিলেন পিংকু রায়?ঘটনার সময় পিংকু রায় ছিলেন সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। প্রবাসী যাত্রীদের মূল্যবান মালামাল গ্রহণ ও সংরক্ষণের দায়িত্ব ছিল তার উপরেই। অথচ তিনি সেই দায়িত্বের অপব্যবহার করেছেন।
কী শাস্তি হচ্ছে?বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রবাসীদের উদ্বেগ:এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এমন একটি সংবেদনশীল পদে থাকা কেউ যদি নিজেই চুরির সঙ্গে জড়িত হন, তবে প্রবাসীদের সুরক্ষা কে নিশ্চিত করবে—এ প্রশ্ন এখন সবার মুখে।
FAQs:
প্রশ্ন: কাস্টমস কর্মকর্তা পিংকু রায় কীভাবে সোনা চুরি করেছেন?উত্তর: যাত্রীর সোনার বার পড়ে গেলে তিনি তা লাথি মেরে সরিয়ে পরে পকেটে তুলে নেন, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
প্রশ্ন: পিংকু রায়কে কি স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে?উত্তর: আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে, তবে বিভাগীয় তদন্ত শেষে স্থায়ী চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশ্ন: যাত্রী কিভাবে অভিযোগ করেন?উত্তর: প্রবাসী যাত্রী মহিবুর রহমান সোনা হারানোর পর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে অভিযোগ করেন।
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন: নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
- ওমানি রিয়ালের আজকের রেট (৩০ জুলাই ২০২৫)
- হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী