
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের হাতে বসুন্ধরা কিংস, নতুন মিশনে প্রস্তুত দল

নিজস্ব প্রতিবেদক : নতুন মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে বড় পরিবর্তনের পথে হাঁটল বসুন্ধরা কিংস। স্প্যানিশ ও ইউরোপিয়ান কোচদের বিদায় দিয়ে এবার লাতিন ফুটবলের অভিজ্ঞ ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস-এর ওপর দায়িত্ব তুলে দিয়েছে দেশের সবচেয়ে আলোচিত ক্লাবটি। প্রিমিয়ার লিগে সাফল্য ফেরাতে এবং এশিয়ান মঞ্চে ভালো কিছু করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কিংস কর্তৃপক্ষ।
কে এই সার্জিও ফারিয়াস?সার্জিও ফারিয়াস ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচ ছিলেন। কোচিং ক্যারিয়ারে তিনি কাজ করেছেন ভাস্কো দ্য গামা ও সান্তোসের মতো ঐতিহ্যবাহী ক্লাবে, যেখানে কিংবদন্তি পেলে ও নেইমার খেলেছেন। ২০০৪ সালে তিনি ব্রাজিলের চতুর্থ সেরা কোচ নির্বাচিত হন।
এশিয়াতেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা—সৌদি আরব, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, লিবিয়া ও আরব আমিরাতে কাজ করেছেন। ক্লাব ফুটবলে এএফসি চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।
এক বছরের চুক্তিতে কিংসেবসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন, সার্জিও ফারিয়াসের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। তিনি বলেন, “ইউরোপিয়ান কোচ ভ্যালেরি তিতে ভালো হলেও ক্লিক করেননি। তাই এবার ভাবলাম ভিন্ন পথে হাঁটি। সার্জিওর অভিজ্ঞতা কাজে লাগবে আশা করি।”
এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের সুযোগগতবার লিগে তৃতীয় হওয়া সত্ত্বেও কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে। মোহামেডান শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোটা থেকে বাদ পড়েছে। ১২ আগস্ট দোহায় নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরা কিংস তাদের ম্যাচ খেলবে।
বাজেট কমিয়ে দল গঠনগতবারের তুলনায় এবার বাজেট কমিয়েছে কিংস। উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বিদেশিদের বাদ দিয়ে এবার ঢাকার মাঠে পরীক্ষিত বিদেশিদের নিয়েছে।
ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান ডরিয়েলটন
আবাহনী থেকে নিয়েছে রাফায়েল অগাস্ত
মোহামেডান থেকে আনা হয়েছে নাইজেরিয়ান সানডে ও টনি
ক্লাব সভাপতি বলেন, “বিদেশিদের দিয়ে গতবার আশানুরূপ কিছু পাইনি। তাই এবার পরীক্ষিতদেরই নেওয়া হয়েছে।”
দেশি ফুটবলারদের দলে পরিবর্তন কমদেশি ফুটবলারদের মধ্যে খুব বেশি পরিবর্তন আসেনি। একাডেমি থেকে নেওয়া হয়েছে ১০ জন অনূর্ধ্ব-১৮ ফুটবলার, এবং আবাহনীর শাহরিয়ার ইমনকেও দলে ভেড়ানো হয়েছে। শেখ মোরসালিনসহ সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
টিম রেজিস্ট্রেশন ও আর্থিক নীতিইমরুল হাসান স্পষ্ট জানিয়ে দেন, “৩৫ জনের বেশি রেজিস্ট্রেশন হয় না। কাউকে অযথা টাকা দেওয়া হয় না। পারফর্ম না করলে বেঞ্চেই বসতে হবে।” অতীতের মতো এবার আর ফুটবলারদের সামনে টাকার বস্তা খোলা হয়নি বলে জানান তিনি।
FAQs:
১. বসুন্ধরা কিংসের নতুন কোচ কে?ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াস।
২. তিনি আগে কোথায় কোচিং করিয়েছেন?ব্রাজিল, কাতার, সৌদি আরব, চীন, থাইল্যান্ডসহ বহু দেশে।
৩. বসুন্ধরা কিংসের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ কবে?১২ আগস্ট, এএফসি চ্যালেঞ্জ লিগে, দোহায়।
৪. এবার বাজেট কেমন?গতবারের তুলনায় অনেক কম। তবে দল গঠন আরও ভারসাম্যপূর্ণ।
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
- ওমানি রিয়ালের আজকের রেট (৩০ জুলাই ২০২৫)
- হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ জুলাই ২০২৫)