| ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকাপে মেসি-রোনালদো খেলবেন একই দলে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ মে ২৪ ২৩:০৫:৩৯
বিশ্বকাপে মেসি-রোনালদো খেলবেন একই দলে

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না আল নাসের। কারণ দলটি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে তাতেও থেমে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, রোনালদো অন্য দলের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন।

সম্প্রতি আমেরিকান স্ট্রিমার আই শো স্পিডকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘ক্রিশ্চিয়ানো ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। কিছু আলোচনা হয়েছে। যদি কোনো ক্লাব তাকে নিতে চায়, কে জানে? এখনো কয়েক সপ্তাহ বাকি। এটি দারুণ মজার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি রোনালদো আর মেসিকে একসঙ্গে খেলতে দেখতে চাই। যদি তারা এক দলে খেলতো, সেটা দারুণ একটা ব্যাপার হতো।’

এই বক্তব্যের পরই নতুন করে গুঞ্জন উঠেছে ইন্টার মিয়ামি নিয়ে। শোনা যাচ্ছে, মেসি নাকি রোনালদোকে দলে নেওয়ার অনুমতি দিয়েছেন এবং ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম নাকি ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

যদি এই পরিকল্পনা বাস্তব হয়, তাহলে কোচ হাভিয়ের মাসচেরানোর অধীনে একসঙ্গে খেলতে পারেন মেসি, রোনালদো এবং সম্ভবত লুকা মদ্রিচও। ইন্টার মিয়ামি আগামী ১৪ জুন মিশরের আল আহলির বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

এদিকে, আল নাসরের হয়ে আবার মাঠে ফিরেছেন রোনালদো। বুধবার আল খালিজের বিপক্ষে পেনাল্টি মিস করলেও খেলার শেষ মুহূর্তে এক পেনাল্টি থেকে গোল করেন তিনি। এই গোল তাকে আরও কাছে নিয়ে গেছে ১,০০০ গোলের মাইলফলকের।

তবে সৌদি আরবে তার ভবিষ্যৎ অনিশ্চিত। আল নাসর লীগ বা এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে না পারায় তার চুক্তির বিপুল খরচ নিয়ে ক্লাবের মধ্যে আলোচনা চলছে।

সৌদি আরবে দুই বছর পূর্ণ করায় শিগগিরই তিনি কর সুবিধাও হারাতে চলেছেন। এই কারণেও চুক্তি নবায়নের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোকে ঘিরে এখনো নানা গন্তব্যের গুঞ্জন আছে। শুধু ইন্টার মিয়ামি নয়, তার নাম জড়িয়েছে ব্রাজিলের পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং বোটাফোগোর সঙ্গেও। অনেকে আবার বলছেন, তিনি ফিরে যেতে পারেন তার শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও। স্পোর্টিং আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে। তাই সেখানেই হতে পারে রোনালদোর ক্যারিয়ারের শেষ অধ্যায়।

ক্রিকেট

সাকিবকে নিয়ে আগে খেকেই যে সন্দেহ করেছিলেন লাহোর কালান্দার্সের মালিক

সাকিবকে নিয়ে আগে খেকেই যে সন্দেহ করেছিলেন লাহোর কালান্দার্সের মালিক

সাকিব আল হাসানের ব্যাক্তিত্ব নিয়ে আগে সন্দেহ ছিল লাহোর কালান্দার্সের মালিকের! তবে সাকিবের সাথে দেখা ...

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজাহতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ...

ফুটবল

বিশ্বকাপে মেসি-রোনালদো খেলবেন একই দলে

বিশ্বকাপে মেসি-রোনালদো খেলবেন একই দলে

ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না আল নাসের। কারণ দলটি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে