| ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

সারাদেশ ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ মার্চ ১২ ১৭:৪২:৩২
রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে নিয়ে রোজ না রাখা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নামেন। কয়েকটি খাবার হোটেলে ঢুকে আহাররত অবস্থা কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করান। বুধবার (১২ মার্চ) দুপুরে শহরেরর থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটান।

এদিকে ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লাঠি হাতে বণিক সমিতির নেতার বিরুদ্ধে ফেসবুকে নিন্দার ঝড় তুলছেন অনেকেই।

ওই ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা যায়, ‘বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে।

রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, ‘কি বমি হয়েছে।

বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।’

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ।

কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরূপ কানে ধরানো হয়েছে। শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button