| ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ ফেব্রুয়ারি ২২ ১১:৩১:১১
যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে অধিদপ্তর জানায়, আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ ছাড়া আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে একটু পরেই মাঠে নামছে ব্রাজিল,জেনেনিন সময়

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে একটু পরেই মাঠে নামছে ব্রাজিল,জেনেনিন সময়

বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই ব্রাজিল। গত বছর বাছাই পর্বে নিজেদের শেষ ...

বিশ্বকাপ বাছাইপর্বের আজকের ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান

বিশ্বকাপ বাছাইপর্বের আজকের ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান

নিজস্ব প্রতিবেদক: যখন ফুটবল দুনিয়ায় ২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে লড়াই চলছে, তখন প্রথম দেশ হিসেবে ...



রে