
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

লাতিন আমেরিকার ফুটবলে শিরোপা লড়াই মানেই ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরেও ছিল সেই উত্তাপ। তবে শেষ হাসিটা হাসল ব্রাজিল, আর হতাশার সাগরে ডুবল আর্জেন্টিনা।
ফাইনাল পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের লক্ষ্য ছিল স্পষ্ট—চিলির বিপক্ষে জয় নিশ্চিত করা। শক্তিশালী ব্রাজিলিয়ান যুবারা সেটিই করল দারুণভাবে। ৩-০ গোলের একচেটিয়া জয়ে তারা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করে। এখন তাদের তাকিয়ে থাকতে হতো আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের দিকে। কারণ, আর্জেন্টিনা যদি চার গোলের ব্যবধানে জিততে পারত, তবে শিরোপা চলে যেত তাদের হাতে।
স্বপ্নভঙ্গ আর্জেন্টিনারশিরোপা জিততে হলে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের বিপক্ষে অন্তত ৪ গোলের জয় পেতে হতো। কিন্তু প্রথম থেকেই প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে হিমশিম খায় আর্জেন্টিনার আক্রমণভাগ। উল্টো ম্যাচের শুরুতেই গোল হজম করে তারা। প্যারাগুয়ে নিজেদের রক্ষণ সামলে আর্জেন্টিনাকে বারবার চাপে ফেলে।
এরপর আর্জেন্টিনা দুই গোল শোধ করলেও, প্রতিপক্ষ আরও একবার তাদের জাল কাঁপায়। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় ক্লদিও এচেভেরির দল। ফলে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্টিনার, আর নিশ্চিত হয় ব্রাজিলের শিরোপা জয়।
শিরোপা জয়ের পথে ব্রাজিলের দাপটএই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে ছিল দলটি। ফাইনাল পর্বেও নিজেদের আধিপত্য বজায় রেখে দাপুটে ফুটবল খেলেছে তারা। আর্জেন্টিনার বিপরীতে তাদের দলীয় পারফরম্যান্স ছিল অনবদ্য, যা শেষ পর্যন্ত শিরোপা এনে দিল ব্রাজিলকে।
আর্জেন্টিনার জন্য হতাশার রাতআর্জেন্টিনার জন্য এটি নিঃসন্দেহে এক দুঃস্বপ্নের রাত। এক সময় মনে হচ্ছিল, তারা হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি। শিরোপার এত কাছে এসেও ব্যর্থ হওয়া তাদের জন্য বড় ধাক্কা। দলটি হয়তো এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টে আরও শক্তিশালী হয়ে ফিরবে।
অন্যদিকে, ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা উল্লাসে মাতোয়ারা। যুব ফুটবলে আরও একটি শিরোপা যোগ হলো তাদের সাফল্যের মুকুটে। লাতিন আমেরিকার ফুটবলে ব্রাজিল যে এখনো অপ্রতিরোধ্য, সেটাই প্রমাণ করল এই জয়।
- কাঁদতে কাঁদতে সেই রাতের ঘটনা বললেন আছিয়ার বোন
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- এবার যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
- হাসনাত সারজিসের কাঁধে শি শু আছিয়ার লা শ
- আইপিএল খেলার আগে পিআরপি ইনজেকশন দিলেন মুস্তাফিজ
- শরীরে শক্তি ফিরিয়ে আনতে এই ৩টি খাবারই যথেষ্ট! না খেলে পস্তাবেন
- বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (১৪ মার্চ)
- তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-বাংলাদেশ
- বাংলাদেশ ক্রিকেটের জন্য দু:সংবাদ : মাঠ থেকে বিদায় নিতে পারলেন না ‘পঞ্চপাণ্ডব’-এর কেউ
- আজ ভারত ও বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম
- আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন বিশ্বসেরা তারকা ক্রিকেটার
- আলোচনার তুঙ্গে আফগানিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ
- দুই জেলায় শিলাবৃষ্টি ও অসময়ের কালবৈশাখী