উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা

উত্তরবঙ্গে কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ), রাজশাহী বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাপেওএ, রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান রতন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই আকস্মিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
বাপেওএ জানায়, তারা সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে এবং বৈধ লাইসেন্সের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে আসছে। নিয়মিত রাজস্ব প্রদান করেও এমন আচরণের শিকার হওয়ায় তারা হতবাক। অতীতে কখনো এমন ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি, যা মালিকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে।
অভিযোগ করে বাপেওএ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বলেন, "কোনো নোটিশ ছাড়াই আমাদের পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া এবং ড্রেন খুলে দেওয়া হয়েছে, যাতে গাড়ি পাম্পে প্রবেশ করতে না পারে। একইভাবে আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়েছে।"
তিনি আরও জানান, "প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছর ধরে পরিচালিত পুরোনো পাম্পগুলোর ক্ষেত্রে কখনও এমন অভিযান দেখা যায়নি। আমাদের কোনো নোটিশ বা সময় দেওয়া হয়নি। এমন কোনো নথি দেখাতে পারলে আমরা মেনে নেব। কিন্তু আমাদের কিছু না জানিয়ে শুধু মাইকিং করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা আগে কখনও ঘটেনি।"
এই পাম্প বন্ধের ফলে উত্তরবঙ্গের জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়তে পারে, যা সাধারণ জনগণ এবং পরিবহন খাতকে বিপাকে ফেলবে।
- হঠাৎ পাল্টে গেলো ব্রয়লার মুরগির দাম
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- পাল্টে গেলো বাংলাদেশের একাদশ, নতুন দল নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে
- শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়
- স্বর্ণ কিনবেন, জেনে নিন সর্বশেষ স্বর্ণ ও রুপার বাজারদর
- স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
- আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ
- প্রবাসীদের জন্য সুখবর! হঠাৎই বাড়ল সৌদি রিয়ালের রেট – আজই টাকা পাঠান সর্বোচ্চ দামে
- কারাগারে যা যা পাচ্ছেন সাবেক এমপি মমতাজ বেগম
- গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে পারলো না ফায়ার সার্ভিস কর্মীরাও
- কয়েক দফা পতনের পর বেড়েছে স্বর্ণের দাম
- এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- ম্যানচেস্টার সিটি বনাম আল-হিলাল: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- "হঠাৎ বেড়ে গেল রিংগিতের দাম! প্রবাসীদের জন্য দারুণ খবর
- বিশ্ব কাপ মাতাতে নেইমার-ভিনিসিয়ুস একসাথে! ব্রাজিলের দল দেখে প্রতিপক্ষের ঘুম উড়ে গেল