বিপিএল শেষ না হতেই দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স

কিছুদিন আগেই ইতিহাস গড়েছে রংপুর রাইডার্স। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) জিতে সাড়া ফেলে দেয় দলটা। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া, পাকিস্তানের লাহোর কালান্দার্স এবং গায়ানা অ্যামাজনের মতো দলকে পেছনে ফেলে শিরোপা জয় করে রংপুর রাইডার্স।
সেই চকচকে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নরা ঘুরতে যাবে নিজেদের শহর রংপুরে। সঙ্গে থাকবে আরেকটি ট্রফি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একই সঙ্গে নিয়ে যাবে রংপুর রাইডার্স।
কাল রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় এই ইভেন্ট। এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বিপিএলের ম্যাচ খেলতে। সেখান থেকে হেলিকপ্টার যোগে তারা রংপুরের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রম। এ আয়োজন উপলক্ষে দেড় হাজার জার্সি দেওয়া হবে ফ্যানদের।
বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর ১টায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর ২টায় রংপুর ক্রিকেট গার্ডেনে ‘প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট’ হবে। এমনকি ট্রফির সঙ্গেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকাল ৩টা থেকে কনসার্টেরও আয়োজন হচ্ছে। থাকবে দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।
গত বছর ৬ ডিসেম্বর গায়নায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। ফাইনালে ৫৪ বলে অপরাজিত ৮৬ রান করে ম্যাচসেরা হন সৌম্য সরকার। জিএসএল ট্রফি জিতে বিপিএলে খেলতে নেমেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে রংপুর রাইডার্স।
টানা আট ম্যাচ জিতে এরই মধ্যে নিশ্চিত করেছে প্লে-অফ। কোনো দলই রংপুর রাইডার্সের সামনে দাঁড়াতে পারছে না। দুরন্ত এই দল এবার ভক্তদের সামনে ভিন্ন আয়োজন নিয়ে হাজির হচ্ছে।
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- যাদের ওপর কোরবানি ওয়াজিব, জানুন ইসলামী বিধান অনুযায়ী
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- সৌদি থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা
- সহজ শর্তে সর্বোচ্চ যত টাকা ঋণ পাওয়ার সুযোগ প্রবাসীদের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- পাকিস্তানের এক সিদ্ধান্তেই চরম ক্ষতির মুখে ভারত
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- ৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন, বোয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা