| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারের কাছে যে ৬ দফা দাবি করলো প্রবাসীরা

বিশ্ব ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ নভেম্বর ০৮ ২৩:১৮:২৯
অন্তর্বর্তী সরকারের কাছে যে ৬ দফা দাবি করলো প্রবাসীরা

লন্ডনপ্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের ছয় দফা দাবি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক।

প্রবাসীদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ এবং বিশেষ সংস্কার কমিশন গঠনের মতো পদক্ষেপের দাবি প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দেয়। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখেন না, তারা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অবদান রেখে থাকেন। তাদের এমন দাবি দেশের সুশাসন ও নীতি প্রণয়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রবাসীদের আন্দোলন এবং দূতাবাস ঘেরাওয়ের ঘটনাগুলো এই বাস্তবতাকে আরও প্রমাণিত করে যে, তারা শুধু অর্থনৈতিক ভূমিকা নয়, বরং দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায়ও ভূমিকা রাখতে পারেন। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক ঋণ পরিশোধে প্রবাসীদের অবদান অর্থনীতির জন্য বড় সহায়ক।

প্রবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে সরকার একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়ন কৌশল তৈরি করতে পারে, যা প্রবাসীদের দীর্ঘমেয়াদি অবদানকে আরও কার্যকরী করবে। তাই প্রবাসীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে অন্তত ১০ শতাংশ আসন রাখার দাবি বাস্তবায়িত হলে, তা দেশের সমন্বিত উন্নয়নকে ত্বরান্বিত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নাসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে এবং ব্যারিস্টার নাজির আহমদের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ওলিউল্লাহ নোমান। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হাসানাত হোসেন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল কাদের সালেহ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধূরী, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার এম ফয়ছল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম এমাদ, ব্যারিস্টার আলী ইমাম, যুবনেতা নাসির উদ্দিন, গবেষক শরীফুল ইসলাম, মানবাধিকার কর্মী তানভীর হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনে বিলেতের অন্যতম সমন্বয়ক নাহিদ আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাজেদুর রহমান, সমাজকর্মী আমিনুল ইসলাম প্রমুখ।

বৈঠক যেসব প্রস্তাবনা ও দাবি গৃহীত হয়––

১. প্রবাসীদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবি-দাওয়া ও অভিযোগ সরকারের কাছে পাঠালেও যথাযথ বা সন্তোষজনক জবাব পাওয়া যায়নি অতীতে। অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ১০টি সংস্কার কমিশন গঠন করেছে। তাই প্রবাসীদের ন্যায়সঙ্গত অধিকার, বিভিন্ন দাবি-দাওয়া, সেবার মান ও অভিযোগ–– এসব বিষয়ে সংস্কারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।

২. দেড় কোটির ওপরে প্রবাসী, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ বাংলাদেশের বাইরে বসবাস করছেন। তাদের মধ্য থেকে অন্তত দুই জন উপদেষ্টা রাখার দাবি তোলা হয়।

৩. বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। কিন্তু দ্বৈত নাগরিকদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি প্রধান বিচারপতি হতে কোনও বাধা নেই। ব্রিটেনেও দ্বৈত নাগরিকরা বৃটিশ পার্লামেন্টের মেম্বার হতে পারেন। ব্রিটেনে এমপি হতে বৃটিশ নাগরিক হওয়ারও বাধ্যবাধকতা নেই। কাই জন্মসূত্রে যারা বাংলাদেশি নাগরিক, তাদের দ্বৈত-নাগরিকত্ব থাকলেও সংসদ সদস্য হওয়ার সুযোগ দিতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান বাতিলের দাবি জানানো হয়।

৪. বিদেশে শত শত দক্ষ প্রফেশনাল আছেন যারা স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন। এই প্রবাসীরা বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আধুনিক মালয়েশিয়া নির্মাণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ ব্রিটেনে এসে বৃটিশ- মালয়েশিয়ানদের মধ্যে টেলেন্ট হান্ট করতেন। এমনটি করা জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান প্রবাসীরা।

৫. পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে আইডি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট অথবা এনআইডি কার্ড গ্রহণযোগ্য ঘোষণা করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

৬. ভোটার ও তাদের ভোটে নির্বাচিত এমপিদের সুযোগ-সুবিধায় বিরাট বৈষম্য রয়েছে। যেমন-এমপি হলেই ট্যাক্স ফ্রি গাড়ি, ঢাকায় রাষ্ট্রীয় জমি বরাদ্দসহ নানা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে। অথচ সংবিধানে বলা আছে আইনের চোখে সবাই সমান। অবিলম্বে এসব বৈষম্যমূলক সুযোগ-সুবিধা ও বরাদ্দ বাতিল করতে হবে।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button