৪র্থ দিনের খেলা শুরু, মাঠে নেমেই চরম বিপাকে টাইগাররা, দেখেনিন সর্বশেষ স্কোর
লম্বা সময় অপেক্ষার পর অবশেষে কানপুর টেস্ট শুরু হল। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা ব্যাহত হয়। আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা হয়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা ঠিক সময়েই শুরু হয়। রৌদ্রোজ্জ্বল সকালে মাঠে নামেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
এর আগে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। জবাবে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করে। শুরুটা ভালো করতে পারে নাই জাকির, সাদমান। কোন রান না করেই আউট হন জাকির। আর ২৪ রান করে আউট হন সাদমান ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১১২/৪ ওভারঃ ৪১ ( জাকির ০, সাদমান ২৪, মমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ১১, লিটন ০*)
বোলারঃ বুমরাহ--৯-১৯-০ সিরাজ--৭-২৭-০ আশ্বিন--৯-২২০১ আকাশ--১০-৩৪-২
বিস্তারিত সব খবর আমাদের এই পত্রিকায় দেয়া হয়। আশা করছি খেলার সব আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।