সাকিবের ফিতা কামড়ে ব্যাটিংয়ের যে ব্যাখ্যা দিলেন ডি ভিলিয়ার্স
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে হেলমেটের স্ট্র্যাপ দিয়ে ব্যাটিং করতে দেখা গেছে। যখনই তিনি ব্যাট করতে নামেন, তখনই তাকে এই কাজ করতে দেখা যায়। অনেকে ব্যাটিংয়ের সময় মাথার অবস্থান সোজা রাখার জন্য এই কৌশলটি বিবেচনা করে। এ নিয়ে মুখ খুলেছেন শাকিব নিজেই। এ বিষয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে নিজের পুরনো অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। আমি আসলে এটার সঙ্গে নিজের অবস্থাটা রিলেট করতে পারছি। সে বলেছে, এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষদিকে এসে ভুগিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ারজুড়েই, এমনকি চোখের সমস্যার আগেও, শুধুমাত্র একটি জায়গা বাদে। সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে। যেন এখানে সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি। যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে।’
চেন্নাই টেস্টে হেলমেটের কালো রাবারের স্ট্র্যাপ গলায় চেনের মতো কেটে ফেলেছিলেন সাকিব। অনেক সিরিজে তিনি মাথার অবস্থান বজায় রাখার জন্য এমন কৌশল ব্যবহার করছেন। এ নিয়ে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাবেক এই টাইগার অধিনায়ক বলেছেন, ‘এটা ব্যাটিংয়ে সহায়তা করছে। আরও আত্মবিশ্বাসী করে তোলে। গত ৬ মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি। রান যতই করি না কেন।’
একই কথা তামিমেরও। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রেখেছেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলনে বড় গলাবন্ধনী পরে ব্যাট করতেন সাকিব। পরে জানা গিয়েছিল মাথার পজিশন ঠিক রাখতেই এই কৌশল সাবেক টাইগার অধিনায়কের।