| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

অল আউট ভারত,সংক্ষিপ্ত স্কোর

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৪ সেপ্টেম্বর ২০ ১২:৪২:৩৩
অল আউট ভারত,সংক্ষিপ্ত স্কোর

প্রথম টেস্টে দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে চেন্নাইয়ের আকাশে হাসি দিয়েছে সুর্য, সঙ্গে প্রচন্ড গরমও। তবে সব ছাপিয়ে প্রথম দিন ৮০ ওভার বোলিং করা বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নতুন বল হাতে নিয়ে। আর এই নতুন বলের কল্যানেই দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নেন। তার ৩ উইকেটের সুবাদে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান অশ্বিন। আর প্রথম দিন ৪ উইকেট নেয়া হাসান অবশেষে তুলে নেন নিজের পঞ্চম উইকেট। বুমরাহকে বিদায় করে ভারতকে অলআউট করার পাশাপাশি দ্বিতীয়বারের মতো টেস্টে পাঁচ উইকেটের দেখা পান হাসান।

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা চমৎকার করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বড় জুটিতে চালকের আসনে ভারত। প্রথম দিন শেষে ৮০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।

নতুন বলে তাসকিন-হাসানকে দেখে শুনে সামাল দেয়ার চেষ্টায় ছিলেন অশ্বিন-জাদেজা। কিন্তু তাসকিনের ওভারে একটু লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে বসেন সেঞ্চুরির জন্য ব্যাট করতে থাকা জাদেজা। ৮৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ফলে তার বিদায়ে অশ্বিনকে সঙ্গ দিতে আসেন আকাশদীপ।

ক্রিজে এসে স্কোরিং শটস খেললেও তাসকিনের বিপক্ষে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন আকাশ। তবে সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন সাকিব আল হাসান। জীবন পেলেও এই তাসকিনের ওভারেই আবারও আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন আকাশ। এর খানিক পরই তাসকিনের নাকল ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে আবারও শান্তর হাতে ক্যাচ দেন অশ্বিন। ১১৩ রানে থামে অশ্বিনের ইনিংস।

এরপরের ওভারেই জাস্প্রিত বুমরাহকে দারুণ এক ইয়োর্কারে বোকা বানান হাসান, যদিও রিভিউ নিয়ে বেঁচে যান বুমরাহ। কিন্তু এর পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন বুমরাহ। হাসান দেখা পান নিজের পঞ্চম উইকেটের। ভারত অলআউট হয় ৩৭৬ রানে।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট।

সেই সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। এতদিন ইন্দোরে আবু জায়েদ রাহির ৪/১০৮ ছিল বেস্ট বোলিং ফিগার। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই বা ততোধিক ফাইফারের কীর্তি গড়লেন হাসান মাহমুদ।

ভারতের বিপক্ষে পাঁচ বা তার বেশি উইকেট

৬/১৩২-নাইমুর রহমান, ঢাকা, ২০০০

৫/৬২ - সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১০

৫/৬৩-মেহেদী হাসান মিরাজ, মিরপুর, ২০২২

৫/৭১ - শাহাদাত হোসেন, চট্টগ্রাম, ২০১০

৫/৮৩ - হাসান মাহমুদ, চেন্নাই, ২০২৪ *

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬ অল আউট (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬) (হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button