আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
বাংলাদেশ আজ টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করে দিয়েছে। আর সারা দেশে চলছে উৎসবের আমেজ। পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে। যা এটি বাংলাদেশের জন্য প্রথম। বাংলাওয়াশ হবার পর পাকিস্তানে শুরু হয়েছে নানা সমালোচনা।
এদিকে টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে হারিয়ে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টপকে গেছে ইংল্যান্ডকেও। ৭ নাম্বার পজিশন থেকে চলে গিয়েছে চার নাম্বার পজিশনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের প্রথম দুই খেলে ফাইনাল। ভারতের বিপক্ষে সামনের ২টি টেস্ট ম্যাচে বাংলাদেশ জয় লাভ করতে পারলে বাংলাদেশ উঠে আসবে ১ নাম্বার স্থানে।