যে কারণে নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে সাধারণ সম্পাদক পদের প্রার্থী নিপুন মাত্র ১৩ ভোটে অভিনেতা জায়েদ খানের কাছে হেরে যান। প্রকাশিত এক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেন। সেখান থেকে পানি আদালতের দিকে প্রবাহিত হয়। আদালতের সিদ্ধান্তের কারণে অবশেষে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন এই অভিনেত্রী।
শিল্পী সমিতির সেই নির্বাচন নিয়েও কম আলোচনা হয়নি। সবার মুখে মুখে রয়েছে নানা সমালোচনা। নির্বাচনে হেরে গেলেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলেননি।
এদিকে সে সময় নীরব থাকলেও এখন অনেকেই অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। তাদের একজন হলেন পীরজাদা হারুন, যিনি ২০২২ সালে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভোট গণনার রাতে তার ওপর দেশের ক্ষমতাবান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণকে জেতানোর জন্য।
হারুন বলেন, ‘সেদিন রাতে একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন, যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না, তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। সেটা চলে গেল কোর্টে। তখন নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতে নিষিদ্ধ করা হলো।’
অনেক দিন ধরে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বরত ছিলেন হারুন। নিজের এই সততার জন্য বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ওই নির্বাচনেই হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন, ‘নিপুণকে জয়ী করতে সেদিন রাতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম সাহেব। এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন। বলেন, পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন।’
চিত্র নায়িকা নিপুনের সঙ্গে শেখ সেলিমের ঘনিষ্ঠতা অনেকবার দেখা গেছে। ২০১৬ সালের জানুয়ারিতে, তিনি বনানীর অভিজাত এলাকা কামাল আতাতুর্ক এভিনিউতে 'টিউলিপ নেইলস অ্যান্ড স্পা' নামে একটি প্রসাধনী এবং জীবনধারা কেন্দ্রিক কোম্পানি প্রতিষ্ঠা করেন। সাধারণত শেখ সেলিমের মতো নেতার পার্লার উদ্বোধন করা উচিত নয়, তবে তিনি আনুষ্ঠানিকভাবে এই পার্লার উদ্বোধন করেছেন।
এরপর থেকে নিপুণ ও শেখ সেলিমের সম্পর্ক নিয়ে এফডিসিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই নেতার প্রভাবে নিপুণ বহুবার তার অন্যায় দায়িত্ব পালন করেছেন। প্রভাবিত করেছেন সাধারণ শিল্পীদের।
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- সৌদিতে কড়াকড়ি! পাসপোর্ট আইন ভাঙলেই জেল-জরিমানা, প্রবাসীদের ফেরত পাঠানো শুরু
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- "বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়ে গড়লেন যে রেকর্ড
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৮ জুলাই ২০২৫)
- চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- কমলো স্বর্ণের দাম, জেনে নিন ২২ ক্যারেট সেনার আজকের হালনাগাদ রেট
- ৭-১: গোলের পরাজয় ব্রাজিলের, এটা যেন এক জাতির কান্না
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৮ জুলাই ২০২৫)
- জানেন স্বর্ণ আজ কত দামে বিক্রি হচ্ছে
- সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্টে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখেনিন কে কে আছে দলে