| ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এক যুগেরও বেশি সময় পর প্রথম ম্যাচেই উইকেটের বন্যা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ আগস্ট ১৬ ১১:২০:৪০
এক যুগেরও বেশি সময় পর প্রথম ম্যাচেই উইকেটের বন্যা

ইতিহাস পাল্টাতে সময় লাগে কিন্তু পাল্টে তেমননি ঘটেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এই মাঠে ওয়ানডে আর টি-টোয়েন্টি হয় নিয়মিতই হয় কিন্তু টেস্ট ক্রিকেট হচ্ছিল না অনেক দিন। বিগত সেই ২০১১ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের পর কালই প্রথম সাদা পোশাকে খেলতে নেমেছে দুটি আন্তর্জাতিক দল।

১৩ বছর পর গায়ানায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। ব্যাট হাতে প্রথমে সফরকারী দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে মাত্র ১৬০ রানে। এর পর দিনের বাকি অংশে খেলে ৯৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ম্যাচের প্রথম দিনে উঠেছে ২৫৭ রান।

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ১ম দিনে হওয়া ৮২.২ ওভারের মধ্যে ৬৮ ওভারই করেছেন পেসাররা। তারাই তুলে নিয়েছেন ১৭ উইকেটের মধ্যে ১৫টি। এর মধ্যে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে সেরা শামার জোসেফ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতিয়ে হইচই ফেলে দেওয়া শামার গায়ানারই ছেলে। আর নিজের দেশের মাটিতে খেলা প্রথম টেস্টে শুরু থেকেই ছিলেন ছন্দে।

টসে জিতলেও খুবই বাজে ভাবে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার, স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই ৩ উইকেটর পতন হয়। দুটিই তুলে নেন শামার। তাঁর সঙ্গে উইকেট-শিকারে যোগ দেন জেইডেন সিলস আর জেসন হোল্ডারও। তিনজনের তোপে একটা পর্যায়ে ৯৭ রানে নবম উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে ৬৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার রান দেড় শর ওপারে নিয়ে যান ডেন পিয়েড ও নান্দ্রে বার্গার। গুড়াকেশ মোতির বলে আউট হওয়ার আগে শেষ ব্যাটসম্যান বার্গার করেন ২৩ রান, দলের সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত থাকেন পিয়েড।

দক্ষিণ আফ্রিকার মতোই শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। বার্গার বাঁহাতি পেসে দ্বিতীয় ওভারেই ফেরান মিকাইল লুইসকে। এরপর উইয়ান মাল্ডারও আঘাত হানা শুরু করলে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এক সময় স্কোরবোর্ড পরিণত হয় ৫৬ রান, ৬ উইকেটে! শেষ দিকে মোতিকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন হোল্ডার।

দিনের শেষ বেলায় মোতি কেশব মহারাজের বলে এলবিডব্লু হলে সেখানেই দিনের খেলা বন্ধ করা হয়। হোল্ডার অপরাজিত ৫১ বলে ৩৩ রানে। দু দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে এই একজনের রানই ত্রিশের ঘর পেরিয়েছে।

সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ৫৪ ওভারে ১৬০ (পিয়েড ৩৮*, বেডিংহাম ২৮, স্টাবস ২৬, বার্গার ২৩; শামার ৫/৩৩, সিলস ৩/৪৫)।ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ২৮.২ ওভারে ৯৭/৭ (হোল্ডার ৩৩*, কার্টি ২৬, মোতি ১১; মাল্ডার ৪/১৮, বার্গার ২/৩২)।

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট অভিষেকে নেমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে