অবশেষে হাথুরুর বাংলাদেশে না ফেরা নিয়ে মুখ খুললো বিসিবি
এক সপ্তাহ আগে গুঞ্জন উঠেছিল চন্ডিকা হাথুরুসিংহে টাইগারদের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন। তিনি বাংলাদেশে ফিরে যেতে চাননা। কিন্তু কয়েক দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় সেই রিপোর্টটি ভুয়া। কিন্তু হাথুরু কবে ঢাকায় আসবেন, তাকে নিয়ে নতুন করে বিভ্রান্তি আছে কি না? বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস সব খুলে বললেন।
আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুর ফেরা নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, 'আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? ধোঁয়াশাটা আমাদের কাছে না। আমরা কি কোনো বিবৃতি দিয়েছি? ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের কোনো ধোঁয়াশা নাই।'
হাথুরু এবং অন্যান্য কোচিং স্টাফদের ঢাকায় ফেরার বিষয়ে, জালাল বলেছেন: “আমাদের প্রধান কোচ ২২ এবং ২৩ তারিখের মধ্যে উপস্থিত থাকবেন জিম্বাবুয়ে সিরিজের আগে কোচ মোশতাক আহমেদ আসবেন বলে আশা করছি জিম্বাবুয়ে সিরিজের আগে এবং বাকিরাও আসবে ২৩ এপ্রিলের আগে।
এদিকে গতকাল নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে জালাল বলেন, 'মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।