| ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নিলামে উঠলেই কোটিপতি, কলকাতায় থেকে ক্ষতির মুখে এই বিধ্বংসী ব্যাটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ডিসেম্বর ০১ ১৫:০৮:২২
নিলামে উঠলেই কোটিপতি, কলকাতায় থেকে ক্ষতির মুখে এই বিধ্বংসী ব্যাটার

আইপিএলে যোগ দেওয়ার পর কেকেআর হল রিঙ্কু সিংয়ের দ্বিতীয় দল। দলকে এখন পর্যন্ত সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার তা ধরে রাখল কেকেআর। তবে তাকে ধরে রাখা হলেও তার বেতন কম হবে। কেকেআর এবার তাকে ১ কোটিরও কম দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, রিংকু নিলামে গেলে এক কোটি টাকার বেশি বেতন পেতেন।

নিলামের আগে যদি একজন খেলোয়াড়ের উচ্চ চাহিদা ছিল, তবে তিনি ছিলেন রিংকু সিং। তিনি ২০২১ সাল থেকে সুযোগ পাচ্ছেন এবং প্রতিটি খেলায় সাফল্য খুঁজে পাচ্ছেন। ২০২৩ সালে তার পারফরম্যান্স দেখে তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। জাতীয় দলের শার্টেও নিরাশ করেননি তিনি। প্রতিটি ম্যাচে ব্যাট করতে না পারলেও সুযোগ পেলে প্রতিটি ম্যাচেই ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হন। আইপিএলের সব দলই তাকে চায়।

রিঙ্কু তাঁর আইপিএলে অভিযান শুরু করেছিলেন পঞ্জাবের হয়ে। সেখানে তাঁকে প্রায় কেউ চিনতেন না। এরপর কেকেআর-এ এসে তিনি দীর্ঘদিন বেঞ্চে বসে ছিলেন। বেঞ্চে বসার পর তিনি সুযোগ পান ২০২১ সালে। এরপর প্রতিটা সুযোগ তিনি কাজে লাগান। কেকেআর-এর অন্যতম সেরা খোঁজ যদি কেউ হয়ে থাকে তিনি হলেন রিঙ্কু। ব্যাটের পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি সফল হয়েছেন।

টি-২০ ক্রিকেটে রিঙ্কুর মত প্লেয়ারের চাহিদা সবসময় বেশি থাকে। সেটা যখন এইপিএল হয় তাহলে তো কথাই নেই। কিন্তু রিঙ্কু বেছে নিয়েছেন কেকেআর-কেই। সুযোগ না পেলেও তিনি এই দলেই ছিলেন। বর্তমানে যেখানে প্লেয়ারদের দল বদলের হাওয়া সেই সময় রিঙ্কু সিং কেকেআর-এই থাকলেন। তাঁকে কত টাকায় ধরে রাখা হয়েছে সেই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কেকেআর-এর পক্ষ থেকে। তবে সূত্রের খবর, তাঁকে ৮০ লাখ টাকায় এবার ধরে রেখেছে কেকেআর।

রিঙ্কুর বেতন

২০২৩-য়েরিঙ্কু সিং ৫৫ লাখ টাকা বেতন পেতেন। ২০২২ সালেও তাঁর একই বেতন ছিল। ২০১৭-য় তিনি যখন এইপিএল-এ যোগ দেন তখন তাঁর বেতন ছিল ১০ লাখ টাকা। এরপর ২০১৮ সালে তিনি যোগ দেন কেকেআর -এ। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কেকেআর -এ তাঁর বেতন ছিল ৮০ লাখ টাকা। অর্থাৎ তাঁকে ৮০ লাখ টাকায় দলে নেয় কেকেআর। এরপর ২০২১ সালের মেগা নিলামে তাঁকে ছেড়়ে দেয় নাইটরা। ফের নিলাম থেকে তাঁকে কেনে শাহরুখরা। সেখানে তিনি পান ৫৫ লাখ টাকা। সূত্রের খবর, ২০২৪ সালের জন্য তাঁকে বেতন দেওয়া হবে ৮০ লাখ টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন, রিঙ্কু যদিকেকেআর ছেড়ে এবার নিলামে উঠতেন তাহলে তাঁর বেতন হত ১ কোটি টাকা বা তার বেশি। তিনি এখন যা ফর্মে আছেন ও এইপিএল-এ তিনি যেই খেলা দেখিয়েছেন তাতে সহজেই ১ কোটি টাকা স্পর্শ করতে পারতেন তিনি বলে মনে করা হচ্ছে।

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য বড় চমক রেখেই দল ...

Scroll to top

রে
Close button