দিনের প্রথম বলেই শেষ বাংলাদেশের ইনিংস

সিলেট টেস্টের ২য় দিনে বাংলাদেশের প্রত্যাশা নিশ্চিতভাবেই ছিল বাড়তি কিছু রান যোগ করা। কিন্তু সে আশা আর পূরণ করা হলো না। দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল ইসলাম। পাকিস্তানি আম্পায়ার এহসান রাজা ফিরিয়ে দিয়েছিলেন সাউদির আবেদন। তবে রিভিউ নিয়ে ঠিকই সফল হলেন কিউই অধিনায়ক। আগের দিনের ৩১০ রানের সঙ্গে কোন রান যুক্ত করার আগেই অলআউট বাংলাদেশ।
আগের দিনটাও নিউজিল্যান্ড শুরু করেছিল রিভিউ দিয়ে। সেবার সফল না হলেও দ্বিতীয় দিনে এসে ঠিকই নিজেদের প্রত্যাশিত ফল পেয়েছে কিউইরা। আর নিজেদের ইনিংস শুরুর আগেই পিচে হালকা রোলিং এর অনুরোধও করে গিয়েছেন সাউদি।
গতকাল দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের জন্য। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে বড় কিছুর ভিত গড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। টাইগার অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৩৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জয়। অবশ্য ৮৬ রানের মাথায় ফিরে গেছেন তিনিও। এরপর মুশফিক-সোহানদের ব্যর্থতায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ।
তবে দশম উইকেট জুটিতে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন শরিফুল-তাইজুল। তাদের ১৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০০ রানের কোটা পার করেছে স্বাগতিকরা। প্রথমদিন অবশ্য দিনের নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি। আলোকস্বল্পতার কারণে ৮৫ ওভার পর্যন্ত খেলা হয়েছে। প্রত্যাশা ছিল নতুন দিনে সেই ইনিংস আরেকটু লম্বা করবেন দুজনে। কিন্তু শরীফুলের আউটে বাংলাদেশ থেমেছে আগের দিনের রেখে যাওয়া সংগ্রহে।
ক্যারিয়ারে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ফিলিপস। অবশ্য সেটাই শেষ নয়, সিলেটে চলমান টেস্টের প্রথম দিনে আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে ১৬ ওভার হাত ঘুরিয়েছেন তিনি। বিপরীতে ৫৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন কিউইদের হয়ে ইনিংসের এই সেরা বোলার।
২৬ বছর বয়সী অলরাউন্ডার ফিলিপস বলেন, ‘আমি বহুদিন ধরে প্রথম টেস্ট উইকেট পাওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু কখনও ভাবিনি এভাবে উইকেটটা পাবো। আপনারা দেখবেন লেগ স্পিনাররা অনেক সময় খুব ভালো বল করার পর একটা লোপ্পা ফুলটস দিয়ে দেয়। এরপর ব্যাটারদের চোখ বড় হয়ে যায় আর তারা ওটা মারতে গিয়ে আউট হয়।’
অবশ্য আজকের প্রথম উইকেটটাতে ফিলিপসের চেয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই অবদান বেশি। এজন্য নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন ফিলিপস, ‘আমি সবসময় ওরকম একটা উইকেট পেতে চাইতাম, কিন্তু এটাকে প্রথম টেস্ট উইকেট হিসেবে না। হয়তো আমরা দ্বিতীয় উইকেটটির সঙ্গে অদল-বদল করে নিতে পারি! আমিও এরকম ফুল টসে আউট হয়েছি, সব ব্যাটারই হয়। আমি শুধু কিছুটা ভাগ্যবান ছিলাম এখানে।’
টেস্টের প্রথম দিনে বোলারদের ওপর বাংলাদেশি ব্যাটারদের চড়াও হওয়াকে সুযোগ হিসেবে নিয়েছেন ফিলিপস, ‘ওরা আমাদের চড়াও হচ্ছিল শুরুতে। এজাজকে (প্যাটেল) বেশ চাপে ফেলে দিয়েছিল। আমার মনে হয় এটা সুযোগ করে দিয়েছে উইকেট নেওয়ার জন্য। উপমহাদেশের উইকেটে আমরা যেমন দেখি, চড়াও হলে বোলারদের লাইন-লেংথ ঠিক থাকে না। বাংলাদেশের ছেলেরা সেটা ভালোই করেছিল, কিন্তু তাতে কিছু উইকেট আমরা পেয়েছি।’
একইসঙ্গে বাংলাদেশের বেশি বাঁ-হাতি ব্যাটার থাকাকে নিজের ভালো সুযোগ এবং টিম সাউদির প্রশংসা করে এই নিউজিল্যান্ড ক্রিকেটার বলেন, ‘টেস্ট ম্যাচের মতো পর্যায়ে বল করতে পারা আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। বাংলাদেশের একাদশে বাঁ-হাতি ব্যাটার বেশি থাকায় সুযোগটা এসেছে। আমার মনে হয় সাউদি যেভাবে বোলার বদলেছে আজকে, এটা ছিল দারুণ। সব মিলিয়ে ছেলেরা দারুণ করেছে।’
- মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন সময়সূচি
- জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
- বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার
- এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা
- শিক্ষকদের জন্য বড় সুখবর,দেখেনিন তালিকা
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ আগস্ট)
- প্রবাসীদের জন্য চরম দু:সংবাদ
- হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: সময়সূচি ও লাইভ দেখার সব তথ্য
- নতুন নিয়মে চ্যাম্পিয়নস লিগ ড্র: কারা কোন পটে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ আগস্ট)
- হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম কারিগরি ছাত্র আন্দোলনের
- শারীরিক ক্ষমতা বাড়াতে পারে রসুন: ডাঃ দৃষ্টির বৈজ্ঞানিক পরামর্শ
- ইতালির জন্য ভিসা ভোগান্তির শেষ কোথায়
- বাবরকে নিয়ে কথা বললে বেত দিয়ে পেটানো উচিত’! পাকিস্তান ক্রিকেটে তুমুল ঝড়