‘শামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না’

গতকাল মুম্বাইয়ে ভারতকে ফাইনালে নিয়ে রেকর্ড গড়েন মুহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিপক্ষে একাই নিয়েছেন ৭ উইকেট; যেটি শুধু ওয়ানডেতে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানই নয়, বিশ্বকাপের নকআউট পর্বেও সেরা।
যে সব বিশ্বকাপে চারবার সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে শামির। তিনি বর্তমানে ২৩ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী।
মোটকথা, শামির প্রাণঘাতী বোলিং গোটা ভারতকে গর্বিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়ায় ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের প্রশংসা করেছেন।
এবার তাঁকে নিয়ে ‘মিম যুদ্ধে’ মজেছে ভারতের বৃহত্তম দুই শহর মুম্বাই ও দিল্লির পুলিশ। পরে তাতে যোগ দিয়েছে বিশ্বকাপ ফাইনালের শহর আহমেদাবাদের পুলিশও। তিন শহরের পুলিশের একের পর এক পোস্টে নেট–দুনিয়ায় শোরগোল পড়েছে।
শুরুটা করেছে ভারতের রাজধানী দিল্লির পুলিশ। শামি কাল যে শহরে নতুন কীর্তি গড়েছেন, সেই মুম্বাই পুলিশকে উদ্দেশ্য করে লিখেছে, ‘আশা করি হামলা চালানোয় (নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী বোলিং করায়) আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’
সঙ্গে সঙ্গে উত্তর দেয় মুম্বাই পুলিশ। তারা লেখে, ‘আরে, আপনারা তো অসংখ্য মানুষের হৃদয় চুরির অভিযোগ আনার কথা ভুলেই গেছেন। শুধু মোহাম্মদ শামিই নয়, আরও দুজন এ অপরাধে যুক্ত।’ শামি ছাড়া বাকি দুজন বলতে হয়তো বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে বোঝাতে চেয়েছে মুম্বাই পুলিশ। কাল দুজনই শতক করেছেন।
পুরো লেখাটিতেই যে রসিকতা করা হয়েছে, পোস্টের শেষে মুম্বাই পুলিশ এও জানিয়েছে, ‘প্রিয় নাগরিকগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দুই রাজ্যের পুলিশ ভারতীয় দণ্ডবিধি সম্পর্কে অবগত। আর আপনাদের উপস্থিত বুদ্ধিতেও আমাদের সম্পূর্ণরূপে আস্থা রয়েছে।’
এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন মুম্বাই পুলিশের বিশেষ কমিশনার দেবেন ভারতীও। শামির বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা তাঁকে আটক করা যাবে কি না, দিল্লি পুলিশের এই প্রশ্নে দেবেন লিখেছেন, ‘একদমই নয়। আত্মরক্ষা অধিকার আইনের আওতায় তাকে কোনোভাবেই আটক করা যায় না।’
মিমের লড়াইয়ে পিছিয়ে নেই আহমেদাবাদ পুলিশও। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। মুম্বাই পুলিশ আহমেদাবাদ পুলিশের অফিশিয়াল পেজ ট্যাগ করে লেখে, ‘বিজয় রথে চড়তে তোমরা প্রস্তুত তো? এবার ফাইনালের অপেক্ষা। আহমেদাবাদের পথে রওনা দিয়েছে সেটি।’ এর উত্তরে আহমেদাবাদ পুলিশ লেখে, ‘আমরা প্রস্তুত।’
ভারতের তিন শহরের পুলিশের এই রসিকতায় সাধারণ মানুষও যোগ দিয়েছে। একজন লিখেছেন, ‘শামিকে ১৯ নভেম্বর পর্যন্ত রেহাই দিন। তার আরেকটি বড় ডাকাতি করা বাকি আছে।’ আরেকজন লিখেছেন, ‘হাস্যরসের সর্বোচ্চ পর্যায়।’
- ৯০ মিনিটের খেলা শেষ, জানুন বাংলাদেশ বনাম ভুটান ম্যাচের সর্বশেষ ফলাফল
- মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম ভুটান: প্রথমার্ধের খেলা শেষ জেনে নিন সর্বশেষ ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা
- চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা
- বেড়েছে আজকের সৌদি রিয়াল রেট (২৯ আগস্ট)
- ব্যাপক হারে কমলো বাংলাদেশিদের গড় আয়ু
- হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম কারিগরি ছাত্র আন্দোলনের
- ‘হোটেল রোদেলা’ থেকে মাহিয়া মাহি আটক, সঙ্গে স্বামী পরিচয়ে পুরুষ
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: সময়সূচি ও লাইভ দেখার সব তথ্য
- হাসপাতালে নেওয়া হয়েছে হামলায় মারাত্মক আহত নুরুল হক নুরকে
- প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
- রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও
- শারীরিক ক্ষমতা বাড়াতে পারে রসুন: ডাঃ দৃষ্টির বৈজ্ঞানিক পরামর্শ