নান্নুকে সমালোচনায় ধুয়ে দিলেন আশরাফুল, নির্বাচক হতে প্রস্তুত নিজেই

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই আশা ভেস্তে গেল। তিনি ৮ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জিতেছেন। উল্টো চ্যাম্পিয়ন্স কাপে খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে আজ কিউইদের কাছে শ্রীলঙ্কার হারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বেড়েছে টাইগারদের।
যেহেতু বিশ্বকাপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তারা পাঁচ উইকেটে পরাজিত হয়েছে। তাই অস্ট্রেলিয়ার কাছে ন্যূনতম ব্যবধানে হারলেও তারা রান রেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশের ভঙ্গুর দশা নিয়ে ক্ষিপ্ত ক্রিকেটপ্রেমিরা। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। শুধু দলেই পরিবর্তন নয় নির্বাচক প্যানেলেও পরিবর্তন দেখতে চায় টাইগার সমর্থকরা। সেই দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন সাবেক অনেক ক্রিকেটারও। তেমনি একজন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভারতের পুনেতে বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই তিনি জানান, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না।
আশরাফুল বলেন, অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না।
তিনি আরও বলেন, আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।
নান্নুর কাছ থেকে আর নতুন কিছু পাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে আশরাফুল বলেন, ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত। এসময় যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া হয় তাহলে আশরাফুল কি করবেন? এমন প্রশ্নের জবাবে সাবেক এ টাইগার অধিনায়ক বলেন, যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।
- এইমাত্র পাওয়া : ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য দারুন সুখবর
- দারুন সুখবর : কপাল খুলে গেলো সরকারি চাকরিজীবীদের
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- আজকের সৌদি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হলো কিছু পণ্য, দেখেনিন তালিকা
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- ভিসা নিয়ে দারুন সুখবর দিলো আরব আমিরাত
- আজকের কাতার রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনে নিন আজকের সর্বশেষ রেট!
- রণক্ষেত্র গোপালগঞ্জ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫–এ হাতছাড়া হতে দেবেন না আপনার ভবিষ্যৎ!
- বেড়ে গেলো আজকের ওমানি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি