| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে ম্যাথিউসের পক্ষ নিয়ে মুখ খুললেন সাকিবদের কোচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৮ ১২:৫০:৩৭
আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে ম্যাথিউসের পক্ষ নিয়ে মুখ খুললেন সাকিবদের কোচ

সাকিব যখন শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ উইকেট নেন, তখন পরবর্তী ব্যাটসম্যান হিসাবে নির্ধারিত সময়ে ম্যাথিউসের ক্রিজে পৌঁছানো উচিত ছিল। তবে হেলমেট সমস্যার কারণে শুরুতে দেরি হয় তার। মাঠে নামার পর তার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়। তার সহকর্মী তাকে আরেকটি হেলমেট নিয়ে আসে। ক্রিজে নামতে দেরি হওয়ায় এমসিসির নিয়ম অনুযায়ী আবেদন করেন টাইগার অধিনায়ক সাকিব। যে কারণে ম্যাথিউসকে আউট করে দেন মাঠের ম্যাচ পরিচালক।

তবে সাকিবের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড স্পষ্ট করেই বলেছেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না। এটা আমার তাৎক্ষণিক ভাবনা। সবকিছু দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাই এরাসমাসকে বলতে দেখেছি, ‘অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো। এরপর দেখেছি, অ্যাঞ্জেলো হেলমেট তুলে নিল, এরপর বিজ্ঞাপনী বোর্ডের দিকে ছুড়ে মারল। আসলে, আমি বিস্মিত হয়েছি।’

পুরো ব্যাপারটাকে ক্রিকেটীয় চেতনার বিরোধীও মনে করেন ডোনাল্ড। বাংলাদেশের বোলিং কোচ বলেন, আপনি এই খেলার প্রতি, একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। আমি এমন জিনিস দেখতে চাই না। এটি আসলে আমার ব্যাপার। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। কিন্তু আমরা সেটিই দেখেছি। জানি না, আমার মন সঙ্গে সঙ্গেই বলছিল, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না!

পুরো ঘটনাটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন,‘এটা দেখতে খুব হতাশার লেগেছে। মানলাম সাকিব সুযোগ নিয়েছে। কিন্তু আপনি আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার অপছন্দ...এমনকিছু আমি পছন্দ করি না। এমন কিছু ঘটতে দেখা সত্যিই খুব কঠিন...শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কোনো বল না খেলেই আউট হয়ে চলে গেল!’

এদিকে ম্যাথিউস প্রমাণ হিসেবে এক্সে (সাবেক টুইটার) দুইটি ছবি জোড়া লাগিয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে, ছবির একটি সাদিরার ক্যাচ ধরার মুহূর্তের, আর অপরটি তার হেলমেট খুলে যাওয়ার মুহূর্তের। আর উপরে টাইমও লেখা রয়েছে। যেখানে দেখা যায় দুইটি ঘটনার মাঝে ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button