অতিমানবীয় ইনিংস খেলে নিজের কষ্টের কথা জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

গতকাল একটি আশ্চর্যজনক ম্যাচ দেখেছে ভারত বিশ্বকাপ। ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হয়। আফগানরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের বিপক্ষে আফগানিস্তান ভালো ব্যাটিং করেছে। সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তারা স্কোরবোর্ডে ২৯১ পয়েন্ট যোগ করে। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। প্রথম আউট হলেন ট্র্যাভিস হেড।
এরপর মিচেল মার্শকে বিদায় করেন তিনি। প্রথম দশ ওভারেই চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেড ও মার্শের পর ওয়ার্নার ও উইকেটরক্ষক জশ ইঙ্গলিসও ফিরেছেন। মার্নাস লাবুচেনও ১৪ বছরের জন্য মাঠের বাইরে ছিলেন। এরপর মার্কাস স্টয়নিস ও মিচেল স্টার্ককে দ্রুত আউট করে আফগানিস্তানকে চালকের আসনে বসান রশিদ খান।
২৯২ তাড়া করতে নেমে একটা সময় স্কোরবোর্ড বলছিলো ৭ উইকেটের বিনিময়ে ৯১ রান। অস্ট্রেলিয়ার হার নিশ্চিত ধরে নিয়ে মুষড়ে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু সব হিসেব উলটে দিলেন একজন। তিনি ক্রিকেটের ‘বিগ শো’। তিনি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় অলরাউন্ডার সম্ভবত বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেললেন আজ।
কাছাকাছি আসতে পারে ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ১৭৫ রানের ইনিংসটি। মঙ্গলবারের মুম্বইতে কপিলের মতই অমরত্ব লাভ করলো ম্যাক্সওয়েলের ব্যাট। কামিন্সের সাথে জুটিতে যোগ করলেন ২০২ রান। এর মধ্যে অজি অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬৮ বলে ১২। বাকিটার কৃতিত্ব ম্যাক্সওয়েলের। ২১ চার এবং ১০ ছক্কায় সাজানো ২০১* রানের ইনিংসটার পর অন্য কাউকে ম্যাচের সেরা বাছার কোনো সুযোগই আজ ছিলো না।
প্রচণ্ড গরমে পেশীর টানে ভুগছিলেন। তাও মাঠ ছেড়ে যান নি গ্লেন ম্যক্সওয়েল। দিনকয়েক আগেই গলফ কার্ট থেকে পড়ে গিয়েছে চোট পেয়েছিলেন মাথায়। আজ মাঠে ফিরেই স্বমহিমায় ‘ম্যাড ম্যাক্স।’ অভাবনীয় এক ইনিংস খেলে বিশ্বকাপের ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার পর হাসিমুখে বললেন, “আজ প্রচণ্ড গরমে ফিল্ডিং করতে হয়েছিলো। আমি এই গরমে বিশেষ শরীরচর্চা করি নি। সেই কারণেই শরীরে তা প্রভাব ফেলেছে। আমি চেয়েছিলাম মাঠে থেকে পা গুলোকে সচল রাখতে।” ৯১ রানে ৭ উইকেটের পতনের পর কি ভাবনা ছিলো মাথায়? উত্তরে অকপট ম্যাক্সওয়েল জানান, “কিছুই নয় তেমন। চেয়েছিলাম পরিকল্পনামত খেলতে। ইতিবাচক থাকতে চেয়েছিলাম। নিজের শটগুলো খেলতে চেয়েছিলাম।।”
এলবিডব্লু হয়েছেন ভেবে একটা সময় সাজঘরের দিকে হাঁটা লাগিয়েছিলেন। পরে ডিআরএসে সৌজন্য রক্ষা পান। সেই প্রসঙ্গে আজকের ম্যাচের নায়ক বললেন, “ঐ এলবিডব্লু’টার ক্ষেত্রে বল উইকেটের একচুল উপর দিয়ে যাচ্ছিলো। ওটা আমায় অনেক বেশী সক্রিয় করেছিলো।” কেমন আচরণ করছিলো ওয়াংখেড়ের পিচ? ম্যাক্সওয়েল জানান, “খানিক স্যুইং ছিলো। যেমনটা এখানে কৃত্রিম আলোর নীচে হয়। ওরা দুর্দান্ত বোলিং করে তার ফায়দা নিয়েছিলো। নিখুঁত ইনিংস খেলতে পারলে ভালো হত। কিন্তু আমি তা পারি নি আজ। তবে যে সুযোগ পেয়েছি তাঁর সর্বোচ্চ সদ্ব্যহারের চেষ্টা করেছি। এটার জন্য আমি গর্ব অনুভব করতে পারি। মানুষজন খুব তাড়াতাড়ি আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন প্রথম দুটো হারের পর। আত্মবিশ্বাস সবসময় আমাদের সঙেই রয়েছে। আজকের পরে তা আরও বেড়ে যাবে।”
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- বেড়ে গেলো আজকের ওমান রিয়েল রেট
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস