| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বল বদলের অভিযোগ শেষ, নতুন করে সমালোচনার শিকার ভারত

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৭ ১৪:৩১:১৪
বল বদলের অভিযোগ শেষ, নতুন করে সমালোচনার শিকার ভারত

সম্প্রতি পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা দাবি করেছেন, বিশ্বকাপে ‘প্রতারণা’ করছে ভারত। বাড়তি সুবিধা পেতে তাদের বোলারদের বিশেষ বল দিচ্ছে আইসিসি ও বিসিসিআই। এতে প্রচুর সুইং পাচ্ছেন বোলাররা।

কিন্তু পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম দাবি অস্বীকার করেছেন রাজার এই তার মন্তব্যের কোনো ভিত্তি নেই। এসব কথা বলা হয় শুধুই রসিকতা হিসেবে।

পাকিস্তানি নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান রাজা অভিযোগ করেন, ভারত ব্যাট করলে প্রতিপক্ষের বোলাররা কোনো সুবিধা পাবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটারেরা যখন বোলিং করা শুরু করে তখন তারা বেশি সুইং পায়।

তিনি বলেন, গত ৭ ম্যাচে ৭-৮টি ডিআরএসের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে। শামি ও সিরাজ যেভাবে সুইং করিয়েছে, তাতে মনে হচ্ছে আইসিসি ও বিসিসিআই তাদের আলাদা বল দিয়েছে। দ্বিতীয় ইনিংসের বল সন্দেহজনক। সেটা পরীক্ষা করে দেখা উচিত। বলের একপাশ ভারী রাখতে অতিরিক্ত চামড়া থাকতে পারে। সেসব তদন্ত করা দরকার।

এবার বিশ্বকাপের রিভিউ সিস্টেম নিয়ে অভিযোগ এনে হাসান রাজা বলেন, ডিআরএস এর ক্ষেত্রে কারচুপি করেছে ভারত। ফলে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত শর্মারা। খবর এনডিটিভি

পাকিস্তানের নিউজ চ্যানেল এবিএনে কথা বলতে গিয়ে প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের আউট প্রসঙ্গ এমন অভিযোগ তোলেন রাজা। তিনি বলেন, এই ম্যাচে জাদেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাদেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কীভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।

এই প্রসঙ্গে আরও কয়েকটি ডিআরএসের কথা তুলে ধরে রাজা বলেন, শুধু এই ম্যাচে নয়, এর আগেও সেটা হয়েছে। আবার পাকিস্তানের বোলারের বল দক্ষিণ আফ্রিকার ব্যাটারের প্যাডে লাগলেও তাতে আউট দেয়া হয়নি। ডিআরএস নিয়েও লাভ হয়নি। এটা ভারত ইচ্ছা করে করছে। আয়োজক দেশ হিসাবে সুবিধা নিচ্ছে ওরা।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button