| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই টাইম আউট নিয়ে যা বললেন সাকিব নিজেই

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৭ ১১:৩৪:৫৬
অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই টাইম আউট নিয়ে যা বললেন সাকিব নিজেই

পাকিস্তানের কাছে ম্যাচেরে বাংলাদেশের বিশ্বকাপের বিদায় ঘন্টা বেজে গিয়েছিল। সেমিফাইনাল খেলার আর কোনো সুযোগই ছিল না সাকিবদের। তবে বিশ্বকাপের মঞ্চে লড়াইটা ছিল চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগটা টিকিয়ে রাখার। বিশ্বকাপের বাকি দুই ম্যাচে বাংলাদেশের জয়ের বড্ড দরকার। সেই লক্ষ্যে গতকাল লঙ্কান বাহিনীদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগার বাহিনী।

এই মাঠে শেষ পর্যন্ত তিনি উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচের মধ্যে ঘটে যায় ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক ঘটনা। ১৪৬ বছরের ক্রিকেট ইতিহাসে যা কখনো ঘটে নি তা কালকে ঘটিয়েছে সাকিব আল হাসান। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ম্যাচ পরিচালক দ্বারা সাসপেন্ড করান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মূলত, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে দুই মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটসম্যান বোলিং কে মোকাবেলা করার জন্য প্রস্তুত নিতে হবে কিন্তু লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস তা করতে পারিনি। তাই সাকিবের আবেদনে আম্পায়ার তাকে টাইম আউট অর্থাৎ আউট বলে ঘোষণা করে। ম্যাচ শেষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই আউট নিয়ে সাকিব আল হাসান তার নিজের বক্তব্য জানান।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হেলমেট বদলাতে গিয়ে সময় হারিয়েছেন ম্যাথুস। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে প্রথমবারের মতো এর সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। তবে নিয়মের মধ্যেই অধিনায়ক হিসেবে আবেদন করেছেন সাকিব।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’ অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।

এদিন মাঠে আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন সাকিব, আর তাই প্রথমে মনে হয়েছিল এটা তারই মস্তিষ্কপ্রসূত। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাকে আবেদন করতে উৎসাহিত করেছিলেন দলের এক ফিল্ডার। সাকিব বলেন, 'আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলল, যদি আমি আবেদন করি তাহলে (ম্যাথিউস) সে আউট হয়ে যাবে। এরপর আমি আবেদন করি এবং আম্পায়ার আমাকে জিজ্ঞেস করল আমি সিরিয়াস কি না। এটা নিয়মে আছে; জানি না সেটা ভুল নাকি সঠিক।'

অবশ্য কোন খেলোয়াড় আবেদন করার বুদ্ধি দিয়েছিল সেটি যদিও খোলাসা করেননি সাকিব। এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, ‘নাম বলা যাবে না’। তবে সাকিবের টাইমড আউটের আবেদন করার সময় তার পাশে দুজন ক্রিকেটারকে দেখা গেছে। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত দলের ভাইস ক্যাপ্টেনও। এ ছাড়া সে সময় সাকিবের কাছাকাছি ছিলেন লিটন দাসও। মনে করা হচ্ছে, এ দুজনের কোনো একজনই সাকিবকে বুদ্ধিটা দিতে পারেন।

অবশ্য কেউ কেউ বলছে, শান্তই মূলত সাকিবকে টাইমড আউটের বিষয়টা জানিয়েছিলেন। পরে ব্যাট করতে নেমে যার সঙ্গে চলতি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ১৬৯ রানের অনবদ্য জুটি গড়েন সাকিব।

সাকিবের মনে হচ্ছিল যেন তিনি যুদ্ধে আছেন, ‘মনে হচ্ছিল যেন যুদ্ধে আছি, তাই যা করার ছিল, সেটা করেছি আমি। এ নিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা যদি নিয়মে থাকে, আমি সেই সুযোগ নিতে পিছপা হব না। অবশ্যই এটা (টাইমড আউট) আমাদের সাহায্য করেছে সেটা অস্বীকার করবো না।’

অন্যদিকে, এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ম্যাথিউস। এমনকি প্রশ্ন তুললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কমনসেন্স নিয়েও। লঙ্কান এই অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন সাকিবরা খেলাটাকে নিচে নামিয়েছে। ম্যাথিউস বলেন, 'আমি ভুল কিছু করিনি। আমি যথাসময়েই মাঠে গিয়েছি। এটা হেলমেটের ভুল ছিল। আমি জানি না সাকিবের কমনসেন্স কোথায় গেল তখন, এটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে অসম্মানজনক। তারা খেলাটাকে এতো নিচে নামাল। আইন অনুযায়ী আমি দুই মিনিটের মধ্যেই সেখানে ছিলাম।'

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button