| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

অবশেষে বিশ্বকাপে বাংলাদেশের আরও একটি জয়, আসল কারন জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৭ ০০:১৩:৪৭
অবশেষে বিশ্বকাপে বাংলাদেশের আরও একটি জয়, আসল কারন জানালেন সাকিব

অবশেষে চলতি বিশ্বকাপে স্বাচ্ছন্দ্যে জয় পেল বাংলাদেশ। অষ্টম ওভারে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়েছে টাইগাররা। তাই লাল-সবুজ জার্সিধারীদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স কাপে খেলার আশা বেঁচে আছে।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে দুর্দান্ত জয়ের অন্যতম স্থপতি সাকিব আল হাসান। তিনি ১০ ওভারে ৫৭ রান খরচ করে ২ উইকেট নেন। ৬৫ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন দেশ সেরা এই ক্রিকেটার।

মূলত সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যে হাজারো সমালোচনার মধ্যেও জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এসময় পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের কারণও জানিয়েছেন তিনি।

সাকিব বলেন, পিচে বোলারদের জন্য তেমন সুবিধা ছিল না। তবু তুলনামূলক ভালো বোলিং করেছি আমরা। বাউন্ডারি ছোট ছিল। ফলে ব্যাটিংয়ে সহায়তা পেয়েছি। আমাদের আরও ম্যাচ জিততে হবে। আমরা জানতাম ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের বিশ্বাস ছিল, আমরা পাল্টা লড়াই করতে পারবো।

তিনি বলেন, সীমানা ছোট ছিল। এটা ব্যাটিংয়ে সহায়তা করেছে আমাদের। ব্যাটে বল আসছিল। আমি কখনও পেছনে ফিরে তাকাই না। আমরা জয়ের ধারায় থাকতে পারতাম। সেই সামর্থ্য আমাদের ছিল। কিন্তু তা হয়ে উঠেনি, এটাই চরম হতাশার।

উল্লেখ্য, চলমান আসরের প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে এরপর টানা ৬ ম্যাচ হারে তারা। এতে তুমুল সমালোচনার মুখে পড়ে টাইগারররা। অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো সাকিব বাহিনী।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button