সুজনের সেই মন্তব্যের কঠিন জবাব দিলেন হাথুরু

বাংলাদেশের ক্রিকেট খুব একটা ভালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না। মাঠে দলের দুর্বল পারফরম্যান্স; এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত অভিযোগ। গত শুক্রবার দিল্লির টিম হোটেলে মিডিয়ার মুখোমুখি হন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সোজন। সেখানে তিনি দলে নিজের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। টিম ম্যানেজার হিসেবে বিশ্বকাপের মধ্য দিয়ে গেলেও দল গঠন বা টিম মিটিংয়ে প্রভাব ফেলার সুযোগ পাননি তিনি। ফলে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সুজনের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে লঙ্কান এ মাইন্ড-মাস্টারের ভাষ্য, আমি সুজনের সাক্ষাৎকার দেখেছি। কেন এমন বলেছে জানা নেই আমার। এটা তার ব্যক্তিগত মতামত।
এর আগে সুজন বলেছিলেন, বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা ট্যুরেই একটা বাড়তি দায়িত্ব থাকতো যে আমি দল নির্বাচনের অংশ থাকতাম, যেটা এবার নেই। আমার এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারব, কতটুকু পারব না। এখানে ক্রিকেটিং রুল আমার না।
সাবেক এ অধিনায়ক বলেছিলেন, খুশি না…আমি তো এভাবে থাকতেই চাই না। যেহেতু আমার রক্তেই ক্রিকেট। কোচিং করি, এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত ট্যুরগুলাতে যে ভূমিকা ছিল। এসব থেকে আমি দূরেই আছি। আমি উপভোগ করছি কিনা? না, অবশ্যই না। একটা ট্যুরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব। সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি মূলত ক্রিকেটটা দেখতাম। যেটা হয়েছে গেছে, এখন চিন্তা করে লাভ নেই। সামনের দুইটা ম্যাচ আছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।
এদিকে সুজনের বিস্ফোরক মন্তব্যের ইস্যুতে কিছু না বললেও বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন হাথুরু। তার ভাষ্য, দলের এই অবস্থার দায় আমারও। আমরা দর্শকদের হতাশ করেছি সঙ্গে আমরাও হতাশ হয়েছি। আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই