দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গোপন তথ্য ফাঁস করলেন রোহিত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত আটটি ম্যাচ খেলেছে। এই আট ম্যাচেই অপরাজিত টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জয়ের সাথে শুরু হওয়া জয়ের ধারা আজও ইডেন গার্ডেনে অব্যাহত রয়েছে। চলমান টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার নিখুঁত প্রতিদ্বন্দ্বী হিসেবে দক্ষিণ আফ্রিকার কথা বলছেন অনেকেই।
প্রোটিয়ারাও বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে বিস্তৃত ব্যবধানে হারিয়ে নিজেদের 'ফেভারিট' হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আজ ভারতের বিপক্ষে এইডেন মার্করাম, কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডুসেনের কাছে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না। ২৪৩ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্বাভাবিকভাবেই ইনিংস শুরু করেন রোহিত শুভমান জুটি। ভারতীয় অধিনায়ক 24 বলে 40 রান করেন। প্রথম দশ ওভারে ৯১ রান করে ভারত। পরের ওভারে রান রেট কম হলেও উইকেট নিতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জুটি ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যায়।
কেরিয়ারের ৪৯তম ওডিআই শতরান আজ এলো কোহলির ব্যাট থেকে। শ্রেয়স করেন ৭৭। ভারত পঞ্চাশ ওভারে তোলে ৩২৬। সিরাজের বলে ডি কক ফিরতেই চাপে পড়ে গিয়েছিলো প্রোটিয়ারা। এরপর জাদেজার ঘূর্ণি, শামির গতির সামনে দিশাহারা অবস্থা হলো তাদের। ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৪৩ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে তৃপ্তির হাসি ভারত অধিনায়ক রোহিত শর্মা’র মুখে।
আত্মতুষ্টির জায়গা নেই দলে, বলছেন প্রত্যয়ী রোহিত-
আসরে কোনো ভারতীয় দলকে কি অতীতে এতটা ধারালো দেখিয়েছে? মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ক্রিকেটের যে ব্র্যান্ড রোজ তুলে ধরছেন, তা মোহিত করেছে আট থেকে আশিকে। আট ম্যাচ খেলা হয়ে গেলো ভারতের। এবং প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। দলের পারফর্ম্যান্সে গর্বিত অধিনায়ক রোহিত শর্মাকে রবিবারের দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর পাওয়া গেলো ফুরফুরে মেজাজে। দলের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে বসে তিনি জানান, “যদি আপনি শেষ তিন ম্যাচের দিকে তাকান তাহলে দেখবেন পরিস্থিতির সাথে আমরা বেশ ভালো ভাবে মানিয়ে নিতে পেরেছি।”
নিজের বক্তব্যের স্বপক্ষে ইংল্যান্ড ম্যাচের উদাহরণ দেন তিনি। বলেন, “আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়েছিলাম। কিন্তু তারপর একটা ভদ্রস্থ স্কোর করতে সক্ষম হই। বাকি কাজটা পেসার’রা করেছিলো। আমরা প্রথম ওভারেই একটা উইকেট হারিয়েছিলাম। কিন্তু তারপর রান তুলতে পারি।” আজকের ম্যাচের প্রসঙ্গে জানান, “(বিরাট) কোহলি’র মাঠে নেমে ঐ পরিস্থিতিতে সফল হওয়াটা আজ আমাদের জন্য খুব জরুরী ছিলো। আমরা জানতাম এরপর আমাদের ঠিকঠাক জায়গা বুঝে বোলিং করতে হবে। বাকিটা পিচ বুঝে নেবে।” শ্রেয়স আইয়ারের উচ্ছ্বসিত প্রশংসা হিটম্যানের মুখে। রোহিত বলেন, “যদি ও সফল নাও দিত, তাহলেও আমি ওর সাথেই থাকতাম। আমাদের ভরসা রাখতে হবে। রোজ সফ হওয়া তো আর সম্ভব নয়। শেষ দুটো ম্যাচে (শ্রেয়স) আইয়ার নিজের দক্ষতার পরিচয় দিয়েছে।”
মহম্মদ শামি’র প্রশংসাও করেন রোহিত। বলেন, “ শামি যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে তা ওর মানসিকতার পরিচয় দেয়।” ওপেনিং জুটি নিয়ে রোহিতের মন্তব্য, “গিল এবং আমি অনেকটা সময় একসাথে খেলছি। মাঠে নেমে যেমনটা মনে হয় তেমনই খেলি। কোনো পূর্ব পরিকল্পনা নিয়ে যাই না। পরিস্থিতি বোঝার চেষ্টা করি। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই।” ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর সম্পর্কে রোহিত শর্মা বলেন, “আমাদের জন্য জাদেজা কি তা আজ বেশ ভালোই বোঝা গিয়েছে। সব ফর্ম্যাটেই ও অনবদ্য। ডেথ ওভারে ব্যাট হাতে কার্যকরী রান করেছে। তারপর উইকেটও নিয়েছে। ও জানে ওর কি ভূমিকা, ওর থেকে দল কি চাইছে।” বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারতীয় সাজঘর। সাক্ষাৎকার শেষে রোহিত বলেন, “দুটো বড় ম্যাচ রয়েছে সামনে। আমরা কিছু বদলাতে চাই না।”
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- বেড়ে গেলো আজকের ওমান রিয়েল রেট
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস