| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ক্রিকেট দেবতার রেকর্ড ভাঙ্গায় কোহলিকে যা বললেন শচীন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৫ ২২:৪৪:৫৯
ক্রিকেট দেবতার রেকর্ড ভাঙ্গায় কোহলিকে যা বললেন শচীন

মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। শচীনের রেকর্ড ভাগাভাগি করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কোহলিকে। আজ রবিবার (০৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীন তার ক্যারিয়ারের রেকর্ড ৪৯তম সেঞ্চুরি করেন। কোহলি এবং শচীন বর্তমানে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যৌথ সর্বোচ্চ অধিনায়ক।

৪৯টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৪৫১ ইনিংস, কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পর থেকেই টেন্ডুলকারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন কোহলি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। কিউইদের বিপক্ষে ফেরেন ৯৫ রান করে আর লঙ্কানদের বিপক্ষে কোহলির ব্যাট থেকে এসেছিল ৮২ রান। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ দিকে।

নিজের জন্মদিনে শচীনকে ছুঁয়ে ইতিহাসের অংশ হয়েছেন ভারতের বিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে যৌথভাবে সবচেয়ে বেশি শতকের মালিক এখন ভারতের বিরাট কোহলি। রোববার কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ বলে নিজের ওডিয়াই ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করেন কোহলি। এই সেঞ্চুরি তাকে বসিয়ে দিয়েছে শচীন টেন্ডুলকারের পাশে। ওয়ানডেতে দুজনের সেঞ্চুরিই এখন সমান।

যে টেন্ডুলকারের রেকর্ড কোহলি ভেঙেছেন, সেই শচীনই এবার শুভেচ্ছা জানিয়েছেন তাকে। ভারতের ইনিংস শেষ হতেই বিরাটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করেছেন তিনি। সদ্য পঞ্চাশে পা দেওয়া শচীন তাকে পরের সেঞ্চুরির জন্যও শুভকামনা জানিয়ে রেখেছেন।

ওই পোস্টে শচীন লিখেছেন, 'চলতি বছরের শুরুতেই ৪৯ থেকে ৫০ এ পা দিতে আমার ৩৬৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আশা করি তুমি অল্প কদিনের ভেতরেই ৪৯ থেকে ৫০এ চলে যাবে আর আমার রেকর্ড ভেঙে দিবে।' পোস্টের শেষে ছোট করে অভিনন্দন লিখতেও ভুল করেননি মাস্টার ব্লাস্টার।

রোববার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এই ইনিংস তাকে নিয়ে গিয়েছে শচীন টেন্ডুলকারের পাশে। সবমিলিয়ে এটি তার ৭৯তম সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই সাবধানী ইনিংস খেলেছেন কোহলি। আগের দুইবার নিজেকে শেষ সময়ে ধরে রাখতে পারেননি কোহলি। এবার আর সেই ভুল করলেন না। অনেকটা সময় নিয়ে নিজেকে সামাল দিয়েছেন কোহলি। সেঞ্চুরিও এসেছে অনেকটা সময় পর। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে খেলেছেন ১১৯ বল।

ইনিংসে লুঙ্গি এনগিডি আর কাগিসো রাবাদা বারবার ইয়র্কার কিংবা তাবরাইজ শামসির একের পর এক ওয়াইডেও মনোঃসংযোগে বিঘ্ন ঘটেনি কোহলির। নিজেকে ধরে রেখেছেন। আগের ইনিংসগুলোর মত সিদ্ধান্তহীনতা কিংবা তাড়াহুড়োও করেননি। ইডেনের বিশাল নীলের সমুদ্রে ঠিকই নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button