বিশ্বকাপে ভারতের ‘প্রতারণা’- কঠিন ব্যাখ্যা দিলেন ওয়াসিম

বিশ্বকাপে ভারত ‘প্রতারণা’ করছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। আইসিসি এবং বিসিসিআই উভয়ই বোলারদের জন্য বিশেষ বল অফার করে। ফলে বাড়তি সুবিধা পান মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। এতে তারা বেশ ঝুঁকছে।
তবে রাজার এই দাবি নাকচ করে দিয়েছেন দেশটির কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি বলেন, তার মন্তব্যের কোনো ভিত্তি নেই। এসব কথা বলা হয় শুধুই রসিকতা হিসেবে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিজেদের সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৮ রানের পাহাড় সমান সংগ্রহ গড়ে ভারত। জবাবে মাত্র ৫৫ রানে গুঁড়িয়ে যায় লঙ্কানরা। ওই ম্যাচে শামি ৫টি এবং সিরাজ ৩ উইকেট শিকার করেন।
এরপর পাকিস্তানি নিউজ চ্যানেল এবিএনকে রাজা বলেন, ভারত ব্যাটিং করলে প্রতিপক্ষের বোলার কোনও সুবিধা পাচ্ছে না। কিন্তু ভারতীয় পেসাররা বোলিং শুরু করলেই বাড়তি সিম ও সুইং পাচ্ছে।
তিনি বলেন, গত ৭ ম্যাচে ৭-৮টি ডিআরএসের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে। শামি ও সিরাজ যেভাবে সুইং করিয়েছে, তাতে মনে হচ্ছে আইসিসি ও বিসিসিআই তাদের আলাদা বল দিয়েছে। দ্বিতীয় ইনিংসের বল সন্দেহজনক। সেটা পরীক্ষা করে দেখা উচিত। বলের একপাশ ভারী রাখতে অতিরিক্ত চামড়া থাকতে পারে। সেসব তদন্ত করা দরকার।
জবাবে ওয়াসিম বলেন, আমি কয়েক দিন ধরে এটা পড়ছি। যেটা খেয়ে এরকম মজা করা হচ্ছে, আমিও সেটা খেতে চাই। কারণ, তাদের মাথা ঠিক নেই। আপনারা নিজেদের অপমান করছেন। সেই সঙ্গে গোটা বিশ্বের সামনে আমাদেরও লজ্জায় ডোবাচ্ছেন।
ম্যাচের আগে বল হস্তান্তর প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ১২টি বলের বাক্স নিয়ে আসেন চতুর্থ আম্পায়ার। যে দল প্রথমে বোলিং করে, তারা সেই আম্পায়ারের কাছ থেকে ২টি বল নেয়। সেখানে রেফারি উপস্থিত থাকেন। এর মধ্যে ১টি বল ফিল্ড আম্পায়ার বোলারকে দেন। আর ১টি নিজের পকেটে রাখেন। প্রথম বলটি নষ্ট হলে দ্বিতীয়টি বের করে বোলারকে দেন বোলিং করার জন্য।
সুইং অব সুলতান আরও বলেন, পরে বোলিং করা দলও একই প্রক্রিয়ায় বল নেয়। ফলে এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্বের কোনও ভিত্তি নেই। আসলে এসব বোলার নিজেদের দক্ষতার উন্নতি করেছে। এজন্য তাদের প্রশংসা করা উচিত। অর্থাৎ শামি-সিরাজ-বুমরাহর স্কিল বেড়েছে। এতে প্রতারণার কোনও স্থান নেই।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- বেড়ে গেলো আজকের ওমান রিয়েল রেট
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস