২৭ বছর পর আফ্রিদির সেই রেকর্ডের পাশে দাঁড়ালেন ফখর

চলতি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ফ্যাশনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে তাদের চতুর্থ জয় পেয়েছে পাক বাহিনি এভাবেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা ধরে রেখেছে বাবর আজমের দল।
বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখার ম্যাচে পাকিস্তানের অবিশ্বাস্য এ জয়ের নায়ক ওপেনার ফখর জামান। ৮১ বলে ৮ বাউন্ডারির বিপরীতে ১১ ছক্কায় ১২৬ রানের হার না মানা দানবীয় ইনিংস খেলেছেন এ হার্ডহিটার। তার দানবীয় সেঞ্চুরিতেই অসম্ভবকে সম্ভব করেছে ম্যান ইন গ্রিনরা।
ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য বাঁচা-মরার। নিউজিল্যান্ডের কাছে হারলে আজই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত বাবর আজমদের। কিন্তু ফখর জামানের দুর্দান্ত এক শতকে আপাতত রক্ষা পাকিস্তানের। এই শতকের পথে শহীদ আফ্রিদির প্রায় তিন দশক পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর।
বেঙ্গালুরুতে ফখর ব্যাটিংয়ে নামেন নিউজিল্যান্ডের ৪০১ রান তাড়ায়। বৃষ্টিতে খেলা বন্ধের আগপর্যন্ত পাকিস্তান ২৫.৩ ওভারে তোলে ১ উইকেটে ২০০ রান। এর মধ্যে ৮১ বলে ১২৬ রানই তোলেন ফখর। ৩৩ বছর বয়সী এই বাঁহাতির ইনিংসে ছিল ১১টি ছয় ও ৮টি চার।
১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শহীদ আফ্রিদির ১০২ রানের ইনিংসটির কথা কে না জানেন। সে দিন ৩৭ বলে ১০০ রান তুলে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। পরবর্তী সময়ে সেই রেকর্ড ভেঙেও গেছে। তবে দ্রুততম শতকের পথে আফ্রিদি যে ১১টি ছক্কা মেরেছিলেন, পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান সেটা এত দিন ভাঙতে পারেননি। এমনকি আফ্রিদিকে স্পর্শও করতে পারেননি।
২৭ বছর পর আজ বেঙ্গালুরুতে আফ্রিদির সেই ১১ ছক্কার রেকর্ড ছুঁয়েছেন ফখর। অর্থাৎ পাকিস্তানের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন যৌথভাবে আফ্রিদি ও ফখরের। এর আগে ২০২১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলার পথে ১০টি ছয় মেরেছিলেন ফখর।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ফখরের ইনিংসটির সুবাদেই বৃষ্টিতে খেলা বন্ধের আগে ডিএলএস মেথডে এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২১ রানে ম্যাচও জেতে বাবরের দল। ম্যাচ শেষে ফখরের চমৎকার ইনিংসের ব্যাপক প্রশংসা করেন অধিনায়ক বাবর, ‘আমি শুধু ফখরকে বলেছি, তুমি ১৫ ওভার খেলতে পারলে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য ছিল জুটি গড়া। আমি শুধু ফখরকে স্ট্রাইকে পাঠাতে চেয়েছি। কারণ, (মনে হচ্ছিল) সে আরেকটি পিচে ব্যাটিং করছে। আমরা জানতাম, বাউন্ডারি ছোট আছে। সেটাই কাজে লাগিয়েছি।’
আফ্রিদির ১১ ছয়ের রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি অন্য একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফখর। বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা এখন তাঁরই। বিশ্বকাপে ১১ ম্যাচে ১১ বার ব্যাটিং করে ২১টি ছক্কা ফখরের। ২৭ ম্যাচের ২৪ ইনিংসে ১২টি ছক্কা মেরে এত দিন রেকর্ডটির মালিক ছিলেন শহীদ আফ্রিদি।
২১ ছক্কার ১৮টি এবার তিন ম্যাচেই মেরেছেন ফখর। রেকর্ড এটিও। ২০০৭ বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায় নেওয়ার আগে তিন ম্যাচে ৯টি ছক্কা মেরেছিলেন ইমরান নাজির। এবারের আগে এক বিশ্বকাপে পাকিস্তানিদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল সেটিই। এবার পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক ছুঁয়ে ফেলেন নাজিরকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি ছক্কা মারার পথে নাজির-শফিকের রেকর্ড থেকে দ্বিগুণ দূরত্বে চলে গেলেন ফখর।
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই