| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তাণ্ডবীয় ব্যাটিংয়ে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করল ফখর জামান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৪ ২০:৩৪:২৩
তাণ্ডবীয় ব্যাটিংয়ে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করল ফখর জামান

১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দীর্ঘ ১২ বছর পরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ এসেছে। দলটি শেষবার ভারতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। এরপর আরও দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও নিজেদের সেই ভাবে প্রমাণ করতে পারিনি পাকিস্তান।

এই সুযোগ সামনে রেখে আবারো সেই ভারতের মাটিতে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায় বাবর আজম।

যার নেপথ্য নায়ক পাক হার্ডহিটার ওপেনার ফখর জামান। ৮১ বলে ৮ চারের বিপরীতে ১১ ছক্কায় ১২৬ রানের হার না মানা দানবীয় ইনিংস খেলেছেন তিনি। এ পথে বিশ্বকাপ ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে চুরমার করেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন ফখর। আর এদিন কিউইদের বিরুদ্ধে ১১ ছক্কা মেরেছেন তিনি। এর সুবাদে এক বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটার হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

এর আগে এক আসরে সর্বাধিক ৯টি করে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটার ইমরান নাজির এবং আব্দুল্লাহ শফিকের। ২০০৭ বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন নাজির। আর চলমান বিশ্বমঞ্চে তাতে ভাগ বসিয়েছিলেন শফিক।

একই দিনে পাকিস্তানের কোনও ব্যাটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফখর। এদিন মাত্র ৬৩ বলে ৩ অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এর আগে যে রেকর্ড ছিল সেই নাজিরের দখলে। ৯৫ বলে শতক হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি।

এ নিয়ে দুই বিশ্বকাপে ১০টির বেশি ছক্কা মারার কীর্তি দেখালেন ফখর। যে রেকর্ড আর কোনও পাক ব্যাটারের নেই। একই ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ফখর। এদিন ৩৯ বলে ফিফটিতে পৌঁছান তিনি। সেই সুবাদেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান বিধ্বংসী ব্যাটার।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button