| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ক্রিকেট বিশ্ব চরম সমালোচনা, শামির সেজদা নিয়ে বিতর্ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৪ ১১:০৫:০৫
ক্রিকেট বিশ্ব চরম সমালোচনা, শামির সেজদা নিয়ে বিতর্ক

মুহাম্মদ রিদওয়ানের পর এবার সেজদা দিয়ে গিয়ে চরম বিতর্কের মুখে মুহাম্মদ শামির। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রণাম করতে গিয়ে থেমে যান এই ভারতীয় খেলোয়াড়। ভারতের সমালোচনা করছে পাকিস্তান। এদিকে ভারতীয় পেসারদের সাফল্যের পেছনে বিসিসিআই কিংবা আইসিসির সহযোগিতার অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।

সেজদা দিতে গিয়ে হঠাৎ থেমে গেলেন কেন মোহাম্মদ আল শামি? এটা যে মিলিয়ন ডলার প্রশ্ন কিন্তু এর উত্তর কে দেবে?শামি নিজেও যে মুখে কুলুপ এঁটেছেন।

এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচে পাঁচ উইকেট নিলেন এই ভারতীয় পেসার। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে মাঠে সেজদা দিতে যাবেন তিনি। মুহাম্মাদ শামি কিছু ভেবে সেজদা করতে পারেননি।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। বিশেষ করে পকিস্তানিরা ভারতের সমালোচনায় মাতে। শামি একজন মুসলমান বলেই নিজ দেশে প্রকাশ্যে সেজদা দিতে পারেননি বলে অভিযোগও আনেন তারা। তবে এখনো ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি, সেজদাহ নয় বরং ক্লান্তির কারণে বসেছিলেন মোহাম্মদ শামি।

তবে ম্যাচ শেষে শামিকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অনেক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রার্থনাই করতে গিয়েছিলেন শামি। কিন্তু শেষমেশ উগ্রপন্থীদের রোষানলে পড়ার শঙ্কায় আর প্রার্থনা করেননি। শামির এভাবে বসে পড়া নিয়ে সরব পাকিস্তানি গণমাধ্যম ও সমর্থকরাও।

উল্লেখ্য, বিশ্বকাপে ম্যাচ চলাকালে পাক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের মাঠে নামাজ আদায় করা নিয়ে অনেক ভারতীয় সমর্থক ক্ষোভ জানিয়েছিলেন। এক আইনজীবী আইসিসিতে নালিশও জানিয়েছিলেন।

মোহাম্মদ শামিকে নিয়ে অতীতে কম বিতর্ক হয়নি। তাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছিল মাঠে। খারাপ পারফর্ম করায় শামিকে নিজ দেশের সমর্থকদেরও কটুক্তি শুনতে হয়েছিল। ‘পাকিস্তানি দালাল’ তকমা ট্যাগও দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই তার পাশে আছেন সতীর্থ ক্রিকেটাররা। সেই শামি এখন বাইশগজে আগুন জ্বালাচ্ছেন।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button