বৃহস্পতিবার নেইমারের ভাগ্য পরীক্ষা, চরম দুশ্চিন্তায় আল হিলাল-ব্রাজিল

কোপা আমেরিকাকে সামনে রেখে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। কোপা আমেরিকায় অংশ নিতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমারের অস্ত্রোপচার করা হবে। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার করা হবে। ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ৪৪তম মিনিটে চোট পান নেইমার।
নেইমার জুনিয়র উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সাথে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে মাটিতে পড়ে যান। এরপর যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠে শুয়ে পড়েন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কোনো লাভ হয়নি। পরে তাকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়। দেশের মাটিতে এই অস্ত্রোপচার করা হবে।
জানা যাচ্ছে অস্ত্রোপচারের পরে পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে নেইমারের বেশ খানিকটা সময় লাগবে। সেক্ষেত্রে কোপা আমেরিকার আগে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে না ব্রাজিলের তারকা ফুটবলারের পক্ষে। ফলে নেইমারকে ছাড়াই হয়তো কোপা আমেরিকাতে নামতে হবে ব্রাজিলকে। ২০২৪ সালের কোপা আমেরিকা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
কেমন ভাবে চোট পেয়েছিলেন নেইমারঃ
বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধের একেবারে শেষের দিকে উরুগুয়ের ফুটবলারের ট্যাকলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন নেইমার। বাঁ পা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন ব্রাজিলীয় তারকা। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। ব্রাজিলের মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে পরদিনই জানানো হয়, অস্ত্রোপচারে যেতে হবে নেইমারকে। সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না ব্রাজিলের।
পরে পরীক্ষায় জানা যায় তাঁর বাঁ পায়ের হাঁটুর এসিএল ছিঁড়েছে। নেইমার চোট পাওয়ার পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে জানানো হয়েছিল, আট মাসের মধ্যে আবার খেলতে পারবেন নেইমার। কোপা আমেরিকার আগেও মাঠে ফিরতে পারবেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছিলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি নিজে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছি না। তবে এবার আমার পরিবার ও বন্ধুদের আরও পাশে চাইছি।’ এর আগে গত ফেব্রুয়ারিতে ফরাসি লিগের ম্যাচে অ্যাঙ্কেলের চোটে পড়ে পাঁচ মাসের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। তবে এবারে নেইমারকে আরও শক্ত থাকতে হবে। নেইমার সেই কারণেই এবারে বন্ধু, পরিবারের কাছ থেকে সাহায্য চেয়েছেন।
- অবশেষে স্বপ্নপূরণ: প্রশংসার জোয়ারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেষ সময়ে আবারও গোল : ৭ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- ব্রেকিং নিউজ : নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল
- পাল্টে গেল বাজার, হঠাৎ কেন এই দাম হলো ইলিশের
- বাংলাদেশ বনাম ভারত:শেষ হলো ৯০ মিনিটের খেলা
- ৫ ধরনের জমি নিয়ে কঠোর নির্দেশনা দিল ভূমি মন্ত্রণালয়
- প্রেমিকার ফোন ব্যস্ত, রাগে গোটা গ্রামের বিদ্যুৎ কেটে দিলেন প্রেমিক
- আজ ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে
- বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল
- ধানমন্ডিতে আওয়ামী লীগের হঠাৎ মিছিল, ককটেল বিস্ফোরণে চাঞ্চল্য
- অবশেষে মুখ খুললেন নুরুল হক নুরের স্ত্রী, মনের কষ্টে যা বললেন তিনি
- জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি : কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললো জামায়াত
- বাংলাদেশ বনাম ভারত: আবারও গোল, ৭০ মিনিট শেষ
- সৌদি আরবে আঘাত হানলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র
- চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নুর