| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের বোর্ডপ্রধানকে কঠিন পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০১ ১৪:৩৯:৫১
পাকিস্তানের বোর্ডপ্রধানকে কঠিন পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক

বাংলাদেশকে হারিয়ে গতকাল স্বস্তি ফিরেছে পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপ তৃতীয় জয় পেয়েছে বাবর আজমেরা। ১০৫ বল হাতে রেখে জয় পাকিস্তানকে দিয়েছে দুর্দান্ত রান রেট।

তবে এর আগে পাকিস্তান ক্রিকেটে যা ঘটেছে, তার রেশ এখনো চলছে। রশিদ লতিফ মনে করেছিলেন বাবর আজমের মেসেজের জবাব দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফ। এর জবাবে বাবর ও বোর্ডের এক শীর্ষকর্তা সালমান নাসিরের মধ্যকার গোপন মেসেজ টিভিতে ফাঁস করে দিয়েছেন আশরাফ।

এ ঘটনায় তুমুল সমালোচনা হয়েছে আশরাফের। বাবরের অধিনায়কত্বের কড়া সমালোচক হলেও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এ ঘটনায় বাবরের পাশে দাঁড়িয়েছেন। এসব আজেবাজে কাজ না করে জাকা আশরাফকে নিজের কাজ করতে বলেছেন আফ্রিদি।

সামা টিভির এক অনুষ্ঠানে এসে আফ্রিদি বলেছেন, ‘জাকা আশরাদ একটা ক্লাব চালাচ্ছেন না, উনি পিসিবির চেয়ারম্যান। মাথায় অনেক কিছুই রাখা উচিত তাঁর। আপনি একটা মিডিয়া হাউজের মালিককে ফোন করে বলছেন কেউ আপনার ব্যাপারে কী বলছে। আল্লাহর ওয়াস্তে নিজের কাজ করেন। আপনার কাছে যা প্রত্যাশা করা হয় তাই করুন। সবাই আপনাকে নিয়ে কথা বলছে, কারণ আপনি তাদের সে সুযোগ দিচ্ছেন। নিজের কাজটা করুন।’

বিশ্বকাপে পাকিস্তানের এখনো সেমিফাইনালের স্বপ্ন বেঁচে আছে। এ অবস্থায় শুধু বিতর্ক জন্ম দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আফ্রিদি, ‘দল বিশ্বকাপ খেলছে আর আপনি একের পর এক বিবৃতি দিচ্ছেন। কখনো বাবরকে নিয়ে কথা বলছেন, কখনো অন্য কোনো খেলোয়াড় বা কোচ নিয়ে। প্রথমে নিজের পদের দায়িত্ব বুঝুন এবং আপনার কাছে যা আশা করা হয় তা পূরণ করুন।’

বাবরের মেসেজের জবাব দিচ্ছেন না, এমন খবর উড়িয়ে দিতেই কাজটা করেছেন জাকা আশরাফ সেটা বুঝতে পারছেন আফ্রিদি। কিন্তু যে উপায়ে করেছেন, সেটা জঘন্য মনে হচ্ছে আফ্রিদির, ‘এটা একদম অপ্রত্যাশিত। যেভাবে মিডিয়ার কাছে ছড়ানো হয়েছে! আমার ধারণা শোয়েব জাত (সাংবাদিক) এটা করেছে। কেন করল? চেয়ারম্যান কি তাকে এটা করতে বলেছে? যদি করে থাকে তাহলে বলতে বাধ্য হচ্ছি, খুবই জঘন্য কাজ।’

একজনের গোপন বার্তা কীভাবে ফাঁস হয়, সেটা মাথাতেই আসছে না আফ্রিদির, ‘এটা খুবই লজ্জাদায়ক কাজ। নিজেদের দেশকে নিজেরা অপমান করছি। নিজেদের খেলোয়াড়দের অপমান করছি। একজনের গোপন বার্তা কীভাবে ফাঁস করেন, সেটাও অধিনায়ক বাবর আজমের?’

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button