| ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে যে পরামর্শ দিলেন সাবেক ভারতীয়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ০৩ ১২:০৫:৫৮
বাংলাদেশকে যে পরামর্শ দিলেন সাবেক ভারতীয়

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। ইতিমধ্যেই বিভিন্ন দল ও ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অনেক সাবেক ক্রিকেটার। শক্তির বিচারে কোন দল এগিয়ে আছে বা কোন ক্রিকেটার এই বিশ্ব টুর্নামেন্ট জয় করতে পারবে তা বিশ্লেষণ করছে।

আর এবার সেই তালিকায় যোগ দিলেন বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষ ভোগলে। তিনি এক ভিডিওতে বিভিন্ন দলের কিছু প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে আলোচনা করেছেন। এই তালিকায় উঠে এসেছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের নাম।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের প্রশংসা করে শুরু করেন তিনি। গত বিশ্বকাপে সাকিব ৬০০-র বেশি রান করেছিলেন বলে মনে করেন হর্ষ। এবারও বিশ্বকাপে ভালো করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারেন মুশফিক ও লিটন দাস।

এ প্রসঙ্গে হার্শা বলেন, ‘বাংলাদেশ! আমার অন্যতম পছন্দের দল। সাকিব আল হাসানকে খেলতে দেখতে ভালোবাসি। মাঠের বাইরে হয়তো একটু মেজাজি। কিন্তু মাঠের ভেতর নিখুঁত। বাংলাদেশ যদি (এই বিশ্বকাপে) এগিয়ে যেতে চায়, তাহলে সাকিব আল হাসানের চেয়ে বেশি কিছু লাগবে। গত বিশ্বকাপে সে ৬০০ রান করেছিল, বাংলাদেশও হুমকি হিসেবে দেখা দিয়েছিল। তাহলে (এবার) আর কার কার ওপর নজর রাখা যায়? আমি লিটন দাস ও মুশফিকুর রহিমের বড় ভক্ত। কিন্তু আরও দুজন আছেন, যাঁরা দুর্দান্ত...।’

এরপরই হার্শার কথায় উঠে এসেছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের কথা। শান্তর ধারাবাহিক পারফরম্যান্স ও মিরাজের টেস্টের নির্ভরযোগ্য অফ স্পিনার থেকে সীমিত ওভারের ফরম্যাটের বিশেষজ্ঞ ব্যাটার হয়ে ওঠা, কোনোটাই নজর এড়ায়নি এই ধারাভাষ্যকারের।

তিনি বলেন, ‘ক্রিকেট–বিশ্বে সবাই শান্ততে (নাজমুলে) মুগ্ধ। ওপেনিংয়ে কিংবা তিনে খেলায় সে নিজের সামর্থ্য ধীরে ধীরে বাড়াচ্ছে। এমন নয় যে সে হঠাৎ করেই আবির্ভূত হয়েছে। বাংলাদেশে প্রতিভার স্ফুরণ ঘটিয়ে অকালে ঝরে যাওয়া খেলোয়াড়দের মতো নয়, সে ধীরে ধীরে বড় কিছু হয়ে উঠেছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর থেকে সে চাপ কমাতে পারলে দলের জন্যই ভালো হবে।’

হার্শা আরও যোগ করেন, ‘টেস্টে আমি প্রথম তার (মিরাজের) বোলিং দেখেছি। সে টেস্টের জন্য যথাযথ অফ স্পিনার। এরপর বছরের পর বছর ধরে সাদা বলে তার পরিসংখ্যান দেখেছি, মাঝেমধ্যে সে ইনিংস উদ্বোধনও করে আবার অবিশ্বাস্য কিছু ইনিংসও খেলেছে। সাত–আটে থেকে ম্যাচ জেতানো কিংবা দলকে বিপদ থেকে সে উদ্ধার করতে পারে। আমার মনে হয়, মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই রয়েছে। আমি জানি না সে পারবে কি না, তবে মেহেদী হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির।’

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সময়সূচি: ক্রিকেট, ফুটবল আর টেনিসে জমজমাট দিন

টিভিতে আজকের খেলার সময়সূচি: ক্রিকেট, ফুটবল আর টেনিসে জমজমাট দিন

নিজস্ব প্রতিবেদক : আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। ক্রিকেটে রয়েছে ওয়ানডে ও ...

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে একটি ক্রিকেট ...

ফুটবল

পিএসজির জন্য দুই শিবিরের বড় ধাক্কা

পিএসজির জন্য দুই শিবিরের বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে প্যারিস সেন্ট জার্মেই ...

রোনালদোর জোড়া গোলের পর ৫-০ তে শেষ হলো আর্মেনিয়া বনাম পর্তুগাল ম্যাচ

রোনালদোর জোড়া গোলের পর ৫-০ তে শেষ হলো আর্মেনিয়া বনাম পর্তুগাল ম্যাচ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলে হারিয়ে পর্তুগাল ফুটবল দল নতুন রেকর্ডের দিকে এগিয়ে গেছে। ...

Scroll to top

রে
Close button