তামিমের কারণেই রিয়াদকে নিয়ে পরিকল্পনায় বদল আনতে যাচ্ছে চণ্ডিকা হাথুরিসিংহ
আলমের খান: দেশের ক্রিকেটে ক্যাপ্টেন কিংবা নির্বাচকদের চেয়ে কোচের ভূমিকা যে অনেক বেশি তা মোটামুটি সবারই জানা। তাই কোচের প্রায় সব সিদ্ধান্তকেই এক বাক্যে মেনে নিতে হয় টিম ম্যানেজমেন্টের। তবে এবারের প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। প্রধানমন্ত্রীর কাছে থেকে যে পাওয়ার অফ এটর্নি নিয়ে দলে যোগ দিচ্ছেন তামিম ইকবাল খান। তামিমের দলের অধিনায়ক বহাল থাকা এবং দেশে ফেরাই যেন ভাগ্য খুলে দিচ্ছে রিয়াদের। রিয়াদ যে চন্ডিকা হাথুরিসিংহের পরিকল্পনার বাইরে চলে গিয়েছিল তা ক্রীড়া জগতের সাথে যুক্ত প্রায় সবাই জানতেন। যদিও মৌখিকভাবে রিয়াদের অনুপস্থিতিকে বিশ্রামের নাম দেওয়া হয়েছে।
তবু একটি ওপেন সিক্রেটের মতোই ছিল ব্যাপারটি। অধিনায়ক তামিম অবশ্য রিয়াদকে নিজের বিশ্বকাপ দলে নিতে ছিলেন বদ্ধপরিকর। তবে বাংলাদেশ দলে তামিমের কথার মূল্য ঠিক ততটাই যতটা ঘর জামাই স্বামীর থাকে নিজ সংসারে। মূল ক্ষমতা প্রধান কোচ চন্ডীকা হাথুরিসিংহ এবং তারপরে নির্বাচকমন্ডলীর কাছেই ছিল। তবে সময়ের পালা বদলে এখন সর্বময় ক্ষমতার অধিকারী তামিম ইকবাল খান।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তামিমের ঠিক কি কি বিষয় নিয়ে বৈঠক হয়েছিল তা অজানাই থাকছে। তবে নিশ্চিতভাবেই দলের উপর তামিমের প্রভাব এখন আগের চেয়ে বেশি থাকবে। তামিম অবশ্য সংবাদ মাধ্যমে এতোটুকু বলেছেন প্রধানমন্ত্রীর কাছে নিজের অভিযোগগুলো তিনি জানিয়েছেন এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রী তাকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এছাড়াও তামিমের চাওয়াতেই মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তামিম নিজের দল ভারি করছেন যাতে দলের যে কোনো সিদ্ধান্তে তামিমের ভূমিকাই থাকে মুখ্য।
নিজের পুরনো সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের প্রতি যে তামিমের খানিকটা দুর্বলতা রয়েছে তা জানা কথা। মুশফিক কিপিং বাদ দিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন কিনা এমন প্রশ্নে তামিম বলেন তিনি যতদিন অধিনায়ক আছেন মুশফিকের কাঁধেই থাকবে কিপিংয়ের গুরুভার । মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াতো তিনি নিজের ফিনিশিং লাইনআপের কথা কল্পনাও করতে পারেন না। তবুও এই ক্ষেত্রে তার কথা শেষ পর্যন্ত গ্রাহ্য করেনি টিম ম্যানেজমেন্ট তথা প্রধান কোচ। তবে তামিমের এই নতুন পথ চলায় যে দলে তার ভূমিকায় আসবেন নতুনত্ব এটি মোটামুটি নিশ্চিত।
মাহমুদুল্লাহ রিয়াদও ফিরেছেন ৩২ সদস্যের দলে। এমনকি তিনি পরবর্তীতে ২২ সদস্যের দলে থাকবে এটিও নিশ্চিত। রিয়াদকে দলে রেখেও একাদশের বাইরে রাখেন কিনা ম্যানেজমেন্ট এটিই এখন দেখার পালা। অবশ্য রিয়াদের ফর্ম কিন্তু আহামরি খারাপ নয়। বরঞ্চ মূল একাদশে খেলা অনেক ক্রিকেটারের তুলনায় রিয়াদ থাকবে এগিয়ে। রিয়াদের শেষ ১০ ওয়ানডে ইনিংসে তার গড় ৩৪.৭। রান ৩৪৭। শেষ ১০ ইনিংসের পরিসংখ্যানে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানেই থাকবে তার নাম। এই দশ ম্যাচে রিয়াদ খেলেছেন ত্রিশূর্ধ্ব পাঁচটি ইনিংস।
যার দুটি রূপান্তর করেছেন ফিফটিতে। রিয়াদের যে জিনিসটি নিয়ে সবচেয়ে সমালোচনা হয়েছে সেই স্ট্রাইকরেটও আহামরি খারাপ নয়। ৭০ ঊর্ধ্বেই রয়েছে। তবুও এত বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একটি ক্রিকেটারের কাছে নিশ্চিতভাবেই এত সাদামাটা পারফরম্যান্স আশা করে না টিম ম্যানেজমেন্ট। তার উপর দলের তরুণ কান্ডারীরাও ধীরে ধীরে জ্বলে উঠছে। ফলস্রুতিতে পুরাতন রিয়াদের জায়গায় নতুনত্বের পথিক হতে পারেন এমন কাউকেই বিবেচনা করতে চাচ্ছিলেন প্রধান কোচ। তবে তামিম বোধ হয়তা হতে দিবেন না। দুজনের এই ভিন্ন মতাদর্শে শেষ পর্যন্ত কে জয়ী হয়ে ওঠেন এই খেলা দেখাই এখন বাকি।
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই জানেন না এই সহজ উত্তর
- জামায়াতের সমাবেশ মোট কত খরচ হয়েছে, জানালেন দলের আমির
- বাংলাদেশের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল
- টিভির পর্দায় আজ জমজমাট ক্রিকেটের দিন, কোন ম্যাচ কখন দেখবেন একনজরে
- বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ একজন পুরুষ, এলাকায় চাঞ্চল্য
- এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি ঘোষণা
- দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান
- দারুন সুখবর : ভারতের বিপক্ষে খেলা ছাড়াই সুপার সিক্স নিশ্চিত করবে বাংলাদেশ
- এশিয়া কাপে গ্রুপ নির্ধারন হলো বাংলাদেশের, জেনেনিন টাইগারদের ম্যাচ শুরুর তারিখ
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ জুলাই ২০২৫)
- শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত : নতুন করে ভর্তির আশা জাগছে হাজারো শিক্ষার্থীর
- আজ ২৭/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের সিঙ্গাপুর ডলারের রেট
- স্বর্ণের দাম কমল, আগের দামে বিক্রি হচ্ছে রুপা—জেনে নিন আজকের হালনাগাদ মূল্য
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৬ জুলাই ২০২৫)