| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ভারতীয় দলে বিশৃঙ্খলতার ছড়াছড়ি, বিশ্বকাপের আগেই পরে ঘটতে যাচ্ছে সব অঘটন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুলাই ২৭ ১১:১১:৩৮
ভারতীয় দলে বিশৃঙ্খলতার ছড়াছড়ি, বিশ্বকাপের আগেই পরে ঘটতে যাচ্ছে সব অঘটন

আলমের খান: ম্যান ইন ব্লুদের বর্তমান অবস্থা বেশ নাটকীয়। গুরুত্বপূর্ণ সময় প্রায় সব সময় দল হিসেবে জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছে ক্রিকেটাররা। ম্যান টু ম্যান মার্কিংয়ে প্রায় প্রতিটি দল থেকেই এগিয়ে থাকবে ভারতীয় ক্রিকেটাররা। তবে প্রসঙ্গ যখন জাতীয় দলের হয়ে চাপের মধ্যে পারফর্ম করা ঠিক তখনই যেন নুইয়ে পড়ছেন তারা। অবশ্য এমনতো না যে চাপ নিতে তারা ব্যর্থ, আইপিএলের মতো মেগা ইভেন্টে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটাররাও নিজেদের মেলে ধরতে পারে না।

সেই জায়গাতেও অনায়াসেই নিজেদের সেরাটা দিয়ে আসছেন তরুণ ক্রিকেটাররা। তবু জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের বেলায় তাদের আর পাওয়া যায় না। অবশ্য ভারতের জায়গায় এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা হতো তাহলে বলা যেত এই সময়টি তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সময়। তারা অসাধারণ ক্রিকেট খেলছেন এবং দল হিসেবে এর চেয়ে দুর্দান্ত খেলা সম্ভব নয়।

তবে দলটি যেহেতু ভারত তাই এই পারফরমেন্স বড্ড ফ্যাকাসে। তাদের নামের সাথে এই পারফরমেন্স একেবারেই মানানসই নয়। অনেকটাই ৭০ দশকের ব্রাজিল দলের মত, বিশ্বকাপ জয় ছাড়া অন্য যে কোন ফলকেই তারা ব্যর্থতা হিসেবে ধরেনিত। হোক সেটা ফাইনাল পর্যন্ত লড়াই করা।

ভারতীয় দলও তাই যত দ্বিপাক্ষিক সিরিজ জিতুক না কেন। যতগুলো এশিয়া কাপই নিজেদের হাতে তুলুক না কেন, আইসিসি ট্রফি জেতা না পর্যন্ত সন্তুষ্ট হবেন না ভারতীয় সমর্থকরা। আর ভারতের মতো লাইনআপ নিয়ে যদি কোন আইসিসি ট্রফি না জেতা যায় তাহলে তা ক্রিকেটজাতি হিসেবেই তাদের উপর কলঙ্ক। মূলত ভারতীয় দলের অন্ত কলহ তাদের এই লক্ষ্য পূরণের পথে প্রধান অন্তরায়।

প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট তারকা খ্যাতি সম্পন্ন ফলে তাদের সবারই রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ। তাই দলগত একতা তাদের মধ্যে বেশ খানিকটা অনুপস্থিত। বর্তমানে মহেন্দ্র সিং ধোনির মতো কোন নেতার প্রয়োজন যে দলের একাধিক তারকাকে একই সুতোয় বেধে একসাথে জ্বলে ওঠার উদ্দীপনায় উদ্দীপ্ত করতে পারবে। তবে বর্তমান ভারতীয় দলে সেই ধরনের চরিত্র অনুপস্থিত।

বর্তমান অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিতভাবে যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন দুর্দান্ত একজন নেতা। তবে তার মত একাধিক ব্যক্তিত্বসম্পন্ন নেতা দলে উপস্থিত। ফলে তার পক্ষে একচ্ছত্র অধিপতি হওয়া সম্ভব হয়ে উঠছে না। অবশ্য উদ্দীপ্ত হওয়ার মতো একটি প্রেরণা অবশ্যই রয়েছে ভারতীয় দলের। ২০২৩টি বিশ্বকাপটি হতে যাচ্ছে দলের বেশ কিছু সিনিয়র এর শেষ বিশ্বকাপ। অনেকের তো আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বছরই বটে।

তাদের মধ্যে অন্যতম খোদ অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে রোহিতের ফর্ম বেশ ভয়াবহ। তিনি চাপের মুহুর্তে একেবারে জ্বলে উঠতে পারছেন না। এবং অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ সময় তার কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না। সামনে বিশ্বকাপ না থাকলে নিশ্চিতভাবেই দল থেকে বাদ পড়তে হতো এই তারকাকে। তাই ধরে নেওয়া যায় বিশ্বকাপ শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নিতে যাচ্ছেন তিনি। কিভাবে বিদায় নেন এটি এখন দেখার পালা।

অবশ্য রোহিতের মতো খ্যাতিমান বিদায়ের সুযোগও হয়তো পাবে না রবিচন্দ্রন আশ্বিন। এক সময়কার ভারতীয় ওয়ানডে দলের নিয়মিত এই সদস্য বেশ কিছু সময় ধরে তাদের পরিকল্পনায় অনুপস্থিত। তাই ধারণা করা হচ্ছে বিশ্বকাপ পূর্ববর্তী ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পরে আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। এছাড়ো রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ানদের মতো ক্রিকেটাররাও বিশ্বকাপ পরবর্তী সময় দল থেকে সরে দাঁড়াবেন। পেস বোলিং ডিপার্টমেন্টেও আসছে রদল বদল।

বর্তমান ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতা মোহাম্মদ সামি বিশ্বকাপ শেষে সরে দাঁড়াতে পারেন। ফলে এই বিশ্বকাপ তাদের জন্য ক্যারিয়ারের গোধূলি বেলা রাঙানোর সুযোগ। এই বিশ্বকাপ তাদের জন্য সাধারণ থেকে অসাধারণের আসনে উপনীত হওয়ার সুযোগ। তারা সুযোগ কিভাবে কাজে লাগান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দৃষ্টান্ত স্থাপন করেন সেটিই এখন দেখার পালা।

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button