| ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সৌরভের সেরা একাদশে স্থান পেল না বিরাটের নাম তৈরি হলো নতুন বিতর্ক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুলাই ২৫ ১২:৫৯:২৩
সৌরভের সেরা একাদশে স্থান পেল না বিরাটের নাম তৈরি হলো নতুন বিতর্ক

সম্প্রতি সৌরভের একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লর্ডস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে তিনি নিজের পছন্দের বিশ্ব ক্রিকেটের সেরা একাদশ বেছে নিয়েছেন। ভিডিয়োটি বেশ কয়েক বছরের পুরনো হলেও, সম্প্রতি সেটা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। কিন্তু আশ্চর্য্যের বিষয় হল, সৌরভের এই সেরা একাদশে বিরাট কোহলিরই নাম কোথাও নেই। সেকারণে ফ্যানেরাও খানিকটা হতাশই হয়ে পড়েছেন।

আজ্ঞে হ্যাঁ, সৌরভ তাঁর সর্বকালের সেরা একাদশে বিরাট কোহলিকেই রাখেননি। সৌরভের সঙ্গে বিরাট কোহলির যে ঝামেলা রয়েছে, সেটা আজ আর কারোর অজানা নয়। সেকারণেই তিনি বিরাটের নাম জেনেবুঝে এড়িয়ে গিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ভিডিয়োটি সৌরভ-বিরাট দ্বৈরথের অনেক আগেই শ্যুট করা হয়েছিল। বরং সেই তালিকায় অস্ট্রেলিয়ার চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। রয়েছেন দুজন করে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, একজন ব্রিটিশ আর ভারতের মাত্র দুজন ক্রিকেটার।

সৌরভ তাঁর সেরা একাদশে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন এবং ইংল্যান্ডের অ্যালেস্টার কুককে। মিডল অর্ডারে তিনি রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়কে। এরপর রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরকে। তারপর একে একে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস, শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সঙ্গকারা এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তী অধিনায়ক রিকি পন্টিং।

এই দলে সৌরভ জ্যাক কালিসকে একজন অলরাউন্ডার হিসেবে রেখেছেন এবং কুমার সঙ্গকারা অবশ্যই উইকেটকিপার।

এরপর সৌরভ বললেন, দ্বিতীয় পেস অ্যাটাক বিকল্প হিসেবে দলে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইনকে রাখতে চান। কারণ স্টেইনের অসাধারণ বোলিং দক্ষতা সৌরভকে যথেষ্ট প্রভাবিত করেছে। পাশাপাশি ওঁর মধ্যে উইকেট নেওয়ার যথেষ্ট ক্ষমতাও রয়েছে। এরপর তিনি একে একে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিধরনকে দলে রেখেছেন।

সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশ :

ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া), অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), রাহুল দ্রাবিড় (ভারত), সচিন তেন্ডুলকর (ভারত), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা - উইকেটকিপার), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া - ক্যাপ্টেন), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button