| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুলাই ১০ ১৭:২৮:৩৭
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

শুরুতে উইকেট তুলে মারুফা আক্তার লড়াইয়ের সম্ভাবনা জাগালেও হারমানপ্রীত কৌরের অপরাজিত ফিফটিতে ভারত পেয়েছে সহজ জয়। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ১১৫ রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া পৌঁছায় ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে।

সুলতানা খাতুন নেন দুটি উইকেট। ব্যক্তিগত ৩৬ রানে জীবন পান হারমানপ্রীত। নিজের বলেই ভারতীয় অধিনায়কের হাই-ক্যাচ ছাড়েন সুলতানা।

৩৫বলে ৫৪ রানে অপরাজিত থাকেন হারমানপ্রীত। ৬টি চার ও ২টি ছয়ে ইনিংস সাজান ডানহাতি ব্যাটার।

ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন ডানহাতি পেসার মারুফা। দারুণ এক ইনসুইঙ্গারে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন শেফালি ভার্মা। দলীয় ২১ রানে জামিয়াহ রদ্রিগেজকে বোল্ড করেন অফস্পিনার সুলতানা। ১৪ বলে দুটি চারে ১১ রান করেন তিনি।

স্মৃতি মান্দানা ও হারমানপ্রীত জুটি গড়ে দলকে একশর কাছে নিয়ে যান। দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৩৮-এ সুলতানার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন স্মৃতি। হারমানপ্রীতের সঙ্গে বাকি কাজটা সারেন স্বস্তিকা ভাটিয়া। ১২ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

এর আগে ভালো শুরুর পরও ভারতকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১৪ রান। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২৮ রান করেন।

দীর্ঘ ১১ বছর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার সুযোগ হয় বাংলাদেশের নারী ক্রিকেট দলের। সিরিজের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। ৭.২ ওভারে এক উইকেট হারিয়ে পঞ্চাশের ঠিকানায় পৌঁছে যায় টিম টাইগ্রেস।

ওপেনিং জুটি ভাঙে ২৭ রানে। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। ১৩ বলে দুটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ১৭ রান। বাংলাদেশ দলে অভিষিক্ত সাথী রানি ২৬ বলে করেন ২২ রান। দুই ওপেনারের ব্যাট আশা দেখিয়েছিল লড়াকু সংগ্রহের।

অধিনায়ক জ্যোতি পরে সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যক্রমে রান আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। ৭ বলে ২ রানে ফিরতে হয় তাকে। সোবহানা ৩৩ বলে করেন ২৩ রান।

স্বর্ণার ব্যাটে একশ পেরোয় বাংলাদেশ। ২৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। মারেন দুটি ছক্কা। ১৩ বলে ১১ রান করে রিতু মনি রান আউট হন। অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান।

পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নেন। ভারতীয় দলে দুই ও বাংলাদেশ দলে এক ক্রিকেটারের অভিষেক হয় এ ম্যাচে।

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button