| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

তামিমের অবসরের সিদ্ধান্তে যা বললেন বিসিবি চেয়ারম্যান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুলাই ০৬ ১৫:৪৬:২৮
তামিমের অবসরের সিদ্ধান্তে যা বললেন বিসিবি চেয়ারম্যান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি যোগ করেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

তবে টাইগারদের ওয়ানডে অধিনায়কের এই সিদ্ধান্তকে নিতান্তই ‘প্রি-ম্যাচুউর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

সংবাদ সম্মেলনে তামিম তার দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে সব সময় পাশে থাকার জন্য কোচ, বিসিবিসহ সতীর্থদের ধন্যবাদ জানান।

দেশসেরা এই ওপেনারের ভাষ্যমতে, ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানানভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সবসময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।

তামিমের অবসর প্রসঙ্গে জালাল ইউনুসের মন্তব্য, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে (তামিম) আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তামিমের।

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button