| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

তামিমের বিদায়ের গুঞ্জনে নেতৃত্বের আলোচনায় যিনি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুলাই ০৬ ১০:৫৪:২৮
তামিমের বিদায়ের গুঞ্জনে নেতৃত্বের আলোচনায় যিনি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে রশিদ-নবিদের সঙ্গে ১৭ রানে হেরেছে টাইগাররা। তবে দেশের ক্রীড়াঙ্গনে এই হার এড়িয়ে আলোচনায় লাল-সবুজের অধিনায়ক তামিম ইকবালের সংবাদ সম্মেলন। হঠাৎ করেই বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। তবে কি কারণে এই সংবাদ সম্মেলন, তা এখনও খোলাসা করেননি দেশসেরা এই ওপেনার।

চারদিকে গুঞ্জন, সংবাদ সম্মেলনে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। বিষয়টি অনেকটা জোরালোভাবেই শোনা যাচ্ছে। তামিমের ঘনিষ্ঠ সূত্রও এমনই ইঙ্গিত দিয়েছে। অনেকেরই আবার জল্পনাকল্পনা, তামিম নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন। আর এর কোনোটাই না হলে মিস্টার খান আসলেই কি বলতে চান, সেটা নিয়েই বাড়ছে কৌতূহল।

এদিকে সূত্র বলছে, তামিমের রহস্যময় ইনজুরি নিয়ে বিরক্ত বিসিবির একটি অংশ। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি বিবেচনায় তাকে (তামিম) আর ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া এশিয়া ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নাকি নিতে যাচ্ছে বিসিবির কর্তারা। অনেকেই আবার, সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই এগিয়ে রাখছেন।

তবে সব গুঞ্জন উড়িয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমে জানান, বিশ্বকাপ পর্যন্ত তামিমই ওয়ানডে দলের অধিনায়ক, এই সিদ্ধান্ত এখনও ভালোভাবেই বহাল আছে। আমরা বিকল্প কিছু ভাবছি না। অন্য যা শুনছেন, সবই গুজব।

তামিমের হঠাৎ ডাকা সংবাদ সম্মেলন নিয়ে ওই পরিচালকের ভাষ্য, আমরা বাইরে থেকে শুনেছি সে একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। ও নিজে আমাদের কিছু জানায়নি এখনও। আগে তামিমের সঙ্গে কথা বলে জানতে হবে, ও আসলে কী বলতে চায়।

অন্যদিকে আফগান বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শতভাগ ফিটনেস ঠিক না থাকার পরও খেলেন নিয়মিত অধিনায়ক তামিম। বিশ্বকাপকে সামনে রেখে বিষয়টি কোচ থেকে শুরু করে বিসিবি সভাপতি কেউ ভালোভাবে নেননি। তবে সিরিজ চলাকালেই তামিমের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশসেরা এই ব্যাটার।

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button