| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জানা গেলি আসল তথ্যঃ যে কারণে বিসিবি থেকে ১০ লাখ টাকা পেলেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ২০ ১৬:৫৩:৩৫
জানা গেলি আসল তথ্যঃ যে কারণে বিসিবি থেকে ১০ লাখ টাকা পেলেন মুশফিক

ভালো খেললে সব সময়ই ক্রিকেটারদের পুরস্কৃত করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম কিংবা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও এমনটাই দেখা গেছে। এবার ভালো খেলার পুরস্কার হিসেবে বিসিবি থেকে ১০ লাখ টাকা পাচ্ছেন, উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

মূলত ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার ও টেস্টে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১৪ হাজার রান করার সম্মাননা হিসেবেই আর্থিক এই পুরস্কার পাচ্ছেন মুশি।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও কার্যকরী এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এবারই প্রথম না, অভিষেকের পর থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল।

মুশফিকের জন্য আর্থিক এই পুরস্কারের ঘোষণা দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্য, একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে (মুশফিক) তো, আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেওয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেব না।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান করে থামেন মুশফিক। এই সময়ে এই ফরম্যাটে ৭২টি ডিসমিসালও করেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অন্য দুই ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এক সময়ে তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়কত্ব করা মুশির ২০০৫ সালে লর্ডসে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল।

এখন পর্যন্ত ৮৬ টেস্টের সঙ্গে ২৪৮ ওয়ানডেতে খেলেছেন উইকেটকিপার এই ব্যাটার। টেস্টে ৩৮ দশমিক ২৯ গড়ে ৫ হাজার ৫৫৩ রান করেছেন তিনি। এ ছাড়া ৩৭ দশমিক ২৩ গড়ে ওয়ানডেতে তার রানসংখ্যা ৭ হাজার ১৮৭।

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ সহ দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ সহ দেখেনিন টিভিতে আজকের সকল খেলার সময়

নিজস্ব প্রতিবেদক : দর্শকদের জন্য আজও রয়েছে খেলার ব্যস্ত দিন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button