| ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আফগানিস্তান সিরিজে ক্রিকেটারদের কাছে তামিমের চাওয়া

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ০৩ ১১:০০:৫০
আফগানিস্তান সিরিজে ক্রিকেটারদের কাছে তামিমের চাওয়া

খেলার ধরণ আর পরিসংখ্যানে টি-২০ তে বাংলাদেশের থেকে বেশ এগিয়ে আফগানিস্তান। ক্রিকেট বিশ্বে আফগানরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে। ওয়ানডেতে অবশ্য টাইগারদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠতে পারে না তারা। কারন বাংলাদেশ ওয়ানডেতে কেমন দ তা ক্রিকেট বিশ্ব জানে। তবুও আফগানদের সমীহ করছেন তামিম ইকবাল। রশিদ খানদের হারাতে তিন বিভাগেই ভালো করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

গত সবশেষ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে বেড়াচ্ছেন আফগান তারকা রশিদ, নুর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজরা। বিশ্বের নামি-দামি ক্রিকেটারদের সঙ্গে খেলার ফলে যে তাদের অভিজ্ঞতা বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটে।

গেল কয়েক বছরে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিজেদের বেশ ভালো দল হিসেবে গড়ে তুলেছে তারা। ২ জুন সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়া যেন সেটারই প্রমাণ। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়টা আফগানদের। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশই এগিয়ে।

যদিও বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে আফগানিস্তান। বিশেষ করে রশিদ, ফজলহক ফারুকী, মুজিব উর রহমানদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বাংলাদেশের ব্যাটারদের। আফগানিস্তানকে হারাতে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং, তিন বিভাগেই নিজেদের সেরা পারফরম্যান্স চান তামিম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

আফগানদের বিপক্ষে সিরিজটা যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তামিম বলেন, ‘এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্টটি। সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে নেমে পড়েছেন ক্রিকেটাররা। যদিও তীব্র গরমের কারণে বেগ পেতে হচ্ছে তামিমদের।

এদিকে স্কিল ক্যাম্প শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তামিম জানিয়েছেন, ৩ বা ৪ জুন বাংলাদেশে আসার কথা রয়েছে লঙ্কান এই কোচের। তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই।’

‘এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই। আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাবে।’

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার আবারও চোটের কবলে ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন

আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বে আবারও জমে উঠছে লড়াই। লাতিন আমেরিকার দুই পরিচিত দল আর্জেন্টিনা ও ...

Scroll to top

রে
Close button