"বার্সেলোনায়ই ফিরবেন মেসি"
এই মাস শেষেই ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। কোথায় যাচ্ছেন তারকা এই ফুটবলার, সেটি নিয়ে কৌতূহল রয়েছে সকলের। এরই মধ্যে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ জানান, স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেই ফিরবেন বিশ্বকাপজয়ী মেসি। বার্সা কোচের দাবি অনুযায়ী, আগামী সপ্তাহেই নির্ধারণ হবে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ।
এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি জানান, তিনি নিশ্চিত যে বার্সেলোনাতেই যোগ দেবেন মেসি। স্প্যানিশ এই কোচ বলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’
বয়স হলেও মেসি এখনও শীর্ষ ক্লাবে খেলার যোগ্য বলেও মন্তব্য করেন জাভি। বার্সা কোচ বলেন, ‘আমি মনে করি এখনও সেরা পর্যায়ে ফুটবলার খেলার যোগ্যতা মেসির রয়েছে। সে বার্সায় আসুক সেটা সবাই চায়, বিশেষ করে কোচ। তার জন্য সবসময় বার্সেলোনার দরজা খোলা। আমি বিশ্বাস করি সে ভালো করবে।’
এর আগে, বৃহস্পতিবার (১ জুন) পিএসজি কোচ জানান, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা। এর ফলে, আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবের জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে। সূত্র : ইএসপিএন