| ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

চরম উত্তেজানায় শেষ হল ইতালি-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ২২ ১২:৫২:৩৩
চরম উত্তেজানায় শেষ হল ইতালি-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল

গতকাল ২১ মে রোববার রাত ৩টায় আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে ইতালি। এউ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।

এই ম্যাচের দিন প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও ডান পায়ের কিক থেকে দলকে লিড গোল এনে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল চেষ্টা চালায় সমতায় ফিরতে। তবে ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটি।

ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার সিজার কাসেদাই। ফরোয়ার্ড সিমোন পাফুন্ডির ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন সিজার। দ্বিতীয় গোল হজম করার কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে পেনাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার।

দ্বিতীয়ার্ধে ফিরেও কয়েকবার আক্রমণের মুখে পড়ে ব্রাজিল। তবে তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সমতায় ফেরার লক্ষ্যে সেলেসাওরা প্রথম গোলের দেখা পায় ৭২ মিনিটে। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে।

তবে বাকি সময়ে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এই ম্যাচের মাধ্যমে হার দিয়ে শুরু হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যাত্রা। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে ইতালি বাদে আরও রয়েছে নাইজেরিয়া এবং ডমিনিকা রিপাবলিক।

ক্রিকেট

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

তামিমকে নিয়ে নির্বাচন উত্তাপ, মুখ খুললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা তামিম ইকবাল কি এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হচ্ছেন? ...

তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা

তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের মাটিতে খেলতে নেমেই আবারও ইতিহাস গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ...

Scroll to top

রে
Close button