| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

চেন্নাইয়ের গোপন তথ্য ফাঁস করে দিলেন ধোনি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ২১ ১৭:৫১:৫৬
চেন্নাইয়ের গোপন তথ্য ফাঁস করে দিলেন ধোনি

দেখে তে দেখতে শেষ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ ত আসর ইতিহাসের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। এখন পরজনত আইপিএলে চারবার শিরোপা জয়ী দলটি প্রতি আসরেই দাপুটে পারফরম্যান্স করে থাকে।

চলতি আসরেও প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করার পর দলের এমন সাফল্যের মূলমন্ত্র জানিয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার মতে, সেরা ক্রিকেটারদের ভালো পারফর্ম করার সুযোগ দিয়েই সফল চেন্নাই।

আইপিএলে ১৬ তম আসরের সবচেয়ে বেশিবার প্লে-অফ খেলা দল চেন্নাই। দীর্ঘ যাত্রার পর মাঝের দুই বছর নিষেধাজ্ঞার কারণে আইপিএলে অংশ নিতে পারেনি চেন্নাই। এ ছাড়া বাকি ১৪ আসরেই খেলেছে দলটি। প্লে-অফে উঠেছে এ নিয়ে ১২ বার।

এবারের আসরের আগে খেলা ১১টি প্লে-অফের মধ্যে ৯ বারই ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। চারবার জিতলেও বাকি সময় হারতে হয়েছে তাদের। এমন সাফল্যের কারণে পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স থেকেও সফল দল হিসেবে বিবেচনা করা হয় চেন্নাইকে।

দলের এমন সাফল্যের রেসিপি মূলমন্ত্র কী এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমার মনে হয় না আলাদা কোনো রেসিপি আছে। সেরা খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করতে হবে, তাকে সেরা পজিশনটা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তারা পারফর্ম করার সর্বোচ্চ সুযোগটা পায়।'

'তাদের এমনভাবে ব্যবহার করতে হবে, যেন তারা পারফর্ম করার সর্বোচ্চ সুযোগ পায়। একই সঙ্গে যেসব জায়গায় তারা শক্তিশালী নয়, সেই জায়গায় পরিচর্যা করতে হবে। এটা ব্যাটসম্যান কিংবা বোলার, যে কারও জন্যই হতে পারে।’

একইসঙ্গে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট ও মালিকপক্ষকেও কৃতিত্ব দেন ধোনি। তার মতে, ক্রিকেটারদের পাশাপাশি দল নিয়ে বাড়তি ভাবনায় থাকেন ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষ। এ ছাড়া ক্রিকেটারদের সবাই নিজের পারফরম্যান্স নিয়ে না ভেবে দলের কথাই ভাবতে থাকেন বলে দাবি করেন ধোনি।

তিনি আরও বলেন, ‘কোনো একজনকে নিজের জায়গাটা বিসর্জন করতে হবে, নিজের জায়গাটা অন্য কাউকে দিতে হতে পারে। এটা করলে কোনো না কোনোভাবে দলের জন্য যেটা ভালো, আপনি সেটাই করছেন। চেন্নাই ম্যানেজমেন্ট সব সময় আমাদের পাশে ছিল। তারা সব সময়ই বলেছে, “ভেবো না, যা করছ সেটা করতে থাকো, ভালো করবে।” এসবের অনেক বড় প্রভাব আছে। আমাদের সফলতার পেছনে এটা অনেক বড় একটা কারণ।’

‘প্লেয়াররাও অনেক গুরুত্বপূর্ণ। এটা ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয় নয়, আপনি চাইবেন তারা যেন দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেভাবে পারফর্ম করতে পারে। তারা ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্নই ছিল না। তাদের ভাবনা ছিল, আমরা কীভাবে নকআউট পর্বে যেতে পারি, ধারাবাহিক পারফর্ম করতে পারি।’

ক্রিকেট

আইপিএলে অনেক বড় ও কঠিন সিদ্ধান্ত নিলো কলকাতা নাইট রাইডার্স

আইপিএলে অনেক বড় ও কঠিন সিদ্ধান্ত নিলো কলকাতা নাইট রাইডার্স

নিজস্ব প্রতিবেদক : তিন বছরের সম্পর্কের ইতি টানলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও প্রধান কোচ ...

তারকাবিহীন কিউই শিবির, জিম্বাবুয়ের সামনে ইতিহাস গড়ার সুযোগ

তারকাবিহীন কিউই শিবির, জিম্বাবুয়ের সামনে ইতিহাস গড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : শেষবার টেস্ট খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে। দীর্ঘ সাত মাস পর আবারও সাদা ...

ফুটবল

হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী

হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলে এক নতুন আলো জ্বালিয়েছেন ইউরোপে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। ...

ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের হাতে বসুন্ধরা কিংস, নতুন মিশনে প্রস্তুত দল

ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের হাতে বসুন্ধরা কিংস, নতুন মিশনে প্রস্তুত দল

নিজস্ব প্রতিবেদক : নতুন মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে বড় পরিবর্তনের পথে হাঁটল বসুন্ধরা ...

Scroll to top

রে
Close button