বেরিয়ে এলো আসল খবরঃ এশিয়া কাপ আয়োজনে বিসিবির না বলার আসল কারন ফাঁস

চলতি বছরের আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এখন পর্যন্ত। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে ভারত অস্বীকৃতি জানানোর কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেল প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের কথাও ভাবছে আয়োজকরা। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপ আয়োজনের বিষয়টি পুরোপুরি ভারতের ওপর নির্ভর করছে। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা যেভাবে চাইবে, সেভাবেই সিদ্ধান্ত নেবে এসিসি। তবে নিরপেক্ষ ভেন্যুতে আসরটি হবে বলে অনুমান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কারণ হাইব্রিড মডেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতারে হবে তা নিয়েও আছে নানা গুঞ্জন। তবে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে রাজি হলে এই জটিলতা থাকত না।
ঢাকায় এশিয়া কাপ করার প্রস্তাব করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি তা প্রত্যাখান করে দিয়েছে। কারণ ওই সময় বাংলাদেশে বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেছেন বিসিবি বস পাপন।
তিনি বলেন, ‘আমাদের (পিসিবি থেকে) প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তো ওই সময় বৃষ্টি থাকবে। টি-২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওই সময়ে আমার মনে হয় না ওয়ানডে খেলা সম্ভব হবে। আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল তখনই বলেছি, বাংলাদেশে ওই সময়ে বৃষ্টি থাকবে, খেলা সম্ভব হবে না।’
এশিয়া কাপ কোথায় ও কীভাবে হবে তার ধারণাও দিয়েছেন পাপন, ‘এসিসি এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। মনে হচ্ছে, এশিয়া কাপ হবে। কোথায় হবে এটা এখনও বলা মুশকিল। আসরটি হাইব্রিড অথবা যে কোনো এক দেশে হতে পারে।’
পাপনের ভাষ্যমতে, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে সেটা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। আর নিরপেক্ষ ভেন্যুতে হলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে