নানা নাটকীয়তা শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

দেশের মাটিতে য়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ 'এ' দল। এক দিন আগে বিনা উইকেটে ৫ রান করে খেলা শেষ করেছিল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিন অবশ্য যথা সময়ে তারা মাঠেই নামতে পারেনি। তবে শেষমেশ বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচের ভাগ্য গড়ায় ড্রা দিয়ে।
বাংলাদেশ-উইন্ডিজের এই ম্যাচে নানা নাটকিয়তা দেখা যায়। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশের রান বাড়িয়েছেন সাদমান ইসলাম। তিনি দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে কিছুটা স্বস্তি দেন। তবে নিয়মিত উইকেট হারিয়ে শেষ বিকেলে হারের শঙ্কায় পড়েছিল দলটি।
যদিও সেখান থেকে দলকে উদ্ধার করেছেন জাকের আলি ও রিশাদ হোসেন। তাদের কল্যাণেই প্রথম আনঅফিসিয়াল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৪২৭ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের দাপটে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ফলোঅনে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দিনের প্রথম ওভারের ৬ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার জাকির হাসান।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। তৃতীয় উইকেটে সাদমান ও মাহমুদুল হাসান জয় যোগ করেন ৬৬ রান। তাদের জুটি ভেঙেছেন গুড়াকেশ মোতি। ৪২ বলে ২০ রান করে ফিরেছেন মাহমুদুল।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। ৩৮ রানের মধ্যেই বাংলাদেশ হারায় আরও ৪ ব্যাটারকে। একপ্রান্ত আগলে রাখা সাদমান আউট হন ৯০ বলে ৬৪ রান করে। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৮ বলে ৯ রান।
নাইম হাসান ও তানজিম হাসান ফিরে গেলে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৩২ রানে ৭ উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত পথ দেখিয়েছেন জাকের ও রিশাদ। ৬৭ বলে ৩৬ রান করে জাকের ও ২০ রান করে রিশাদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে শেষ হলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফুটবল ম্যাচ
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- সকলেই সাবধান : আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- শিক্ষকদের জন্য দারুন সুখবর : এখন থেকে যত হাজার টাকা বেতন পাবেন শিক্ষকরা
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- ট্রইবেকারে ৫-৪ গোলের ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার ফুটবলার
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- নতুন করে আবেদন করলেন বেগম খালেদা জিয়া
- সাব্বিরকে ভুলে যাচ্ছে বিসিবি, ফিরবেন কি এশিয়া কাপে